বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তি, আসন ৮০টি

ছবি: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দুই শিক্ষাবর্ষে ৮০ আসনে এবার শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন

অনুষদ ও আসনসংখ্যা

১.

  • এমএসসি ইন এভিয়েশন সেফটি অ্যান্ড অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অনুষদ

  • আসনসংখ্যা: ৩০টি

  • শিক্ষাবর্ষ: ২০২২-২৩

২.

  • এমবিএ ইন এভিয়েশন অপারেশন ম্যানেজমেন্ট অনুষদ

  • আসনসংখ্যা: ৩০টি

  • শিক্ষাবর্ষ: ২০২২-২৩

৩.

  • এলএলএম ইন ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস ‘ল’ অনুষদ

  • আসনসংখ্যা: ২০টি

  • শিক্ষাবর্ষ: ২০২৩-২৪

ছবি: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

আবেদন ফি ও জমার শেষ দিন

স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির জন্য সর্বমোট ফি ৭৫০ টাকা টেলিটক সিমের মাধ্যমে সার্ভিস চার্জসহ জমা দিতে হবে। ফি জমাদানের শেষ তারিখ আগামী ১২ ডিসেম্বর  রাত ১২টা পর্যন্ত।

আবেদনের শেষ তারিখ

অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ ১০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।

আরও পড়ুন
আরও পড়ুন

যোগ্যতালিকা প্রকাশ ও প্রবেশপত্র

প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষায় যোগ্য শিক্ষার্থীদের তালিকা ১৪ ডিসেম্বর ওয়েবসাইটে পাওয়া যাবে। ১৮-২২ ডিসেম্বর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা।

ভর্তি পরীক্ষার তারিখ ও কেন্দ্র

২২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাস, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকাতে অনুষ্ঠিত হবে।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন