চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ১৬ মে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ থেকে ২৫ মে পর্যন্ত এ পরীক্ষা চলবে। গত বছরের মতো এবারও মূল ক্যাম্পাসেই পরীক্ষা হবে।
আজ রোববার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে ডিনস কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আট অনুষদের ডিন, উপাচার্য শিরীণ আখতার, সহ-উপাচার্য বেনু কুমার দে উপস্থিত ছিলেন। সভা শেষে এসব কথা জানান বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নাসিম হাসান।
জানতে চাইলে নাসিম হাসান প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করতে আজ সভা হয়েছে। এখন পর্যন্ত গত বছরের নিয়মেই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ভর্তি পরীক্ষার মানবণ্টন, পরীক্ষার ইউনিট, ধরন, আবেদন যোগ্যতা, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকবে কি না, এসব সিদ্ধান্ত আগামী ডিনস কমিটির সভায় নির্ধারণ করা হবে।
কোন ইউনিটে কত আসন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট আছে। এসব বিভাগ ও ইনস্টিটিউটে আসন আছে ৪ হাজার ৯২৬টি। গত বছর ভর্তি পরীক্ষা হয়েছে চারটি ইউনিট ও দুটি উপ–ইউনিটের মাধ্যমে। এগুলো হলো এ ইউনিট, বি ইউনিট, বি-১ উপ-ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট ও ডি-১ উপ-ইউনিট।
বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সব বিভাগ নিয়ে এ ইউনিট। এ ইউনিটের মোট আসন ১ হাজার ২১২টি। অন্যদিকে কলা ও মানববিদ্যা অনুষদে ১৩টি বিভাগ ও ৩টি ইনস্টিটিউট। এই অনুষদভুক্ত সব বিভাগ নিয়ে বি ইউনিট গঠিত। এই ইউনিটের আসন ১ হাজার ২২১টি। এ ছাড়া বি-১ উপ-ইউনিটের রয়েছে কলা ও মানববিদ্যা অনুষদের চারুকলা ইনস্টিটিউট, নাট্যকলা ও সংগীত বিভাগ। এই ইউনিটের আসন সংখ্যা ১২৫। ব্যবসায় প্রশাসন অনুষদের সব বিভাগ নিয়ে গঠিত সি ইউনিট। এই অনুষদে আসন ৪৪১টি।
সমাজবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সব বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, শিক্ষা অনুষদের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ, জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল, পরিবেশবিদ্যা ও মনোবিজ্ঞান বিভাগ নিয়ে পরীক্ষা হবে ডি ইউনিটের। এই ইউনিটের আসন ১ হাজার ১৬০টি। এ ছাড়া ডি-১ উপ-ইউনিট গঠিত শিক্ষা অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও স্পোর্টস সায়েন্স বিভাগ নিয়ে। এই উপ-ইউনিটে আসন ৩০টি।