কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পছন্দক্রম ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর
কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে কৃষি গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
কৃষি গুচ্ছের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে আগামী ৪ নভেম্বরের মধ্যে মেধাতালিকা ও অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের বিশ্ববিদ্যালয়, ডিগ্রি বা বিষয়গুলোর পছন্দক্রম দিতে হবে। ৯ নভেম্বর মেধাতালিকার প্রার্থীদের প্রাপ্ত বিষয় ও শিক্ষার্থীরা কোন বিশ্ববিদ্যালয় পেলেন, সেই তালিকা প্রকাশ করা হবে। ১০-১৪ নভেম্বর ফি পরিশোধ করে শিক্ষার্থীদের ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে।
১৮ নভেম্বর প্রথম অটোমাইগ্রেশন হবে। ১৯-২২ নভেম্বর অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের আসন ফাঁকা থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ দেওয়া হবে। ২৬ নভেম্বর দ্বিতীয় অটোমাইগ্রেশন হবে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে ২৭-৩০ নভেম্বর দ্বিতীয়বার এবং ৪-৬ ডিসেম্বর তৃতীয়বার অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নেওয়া হবে।
৯-১২ ডিসেম্বর প্রাথমিক ভর্তি সম্পন্ন করা শিক্ষার্থীরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে মূল নম্বরপত্র, কলেজের প্রশংসাপত্র এবং কোটার প্রয়োজনীয় কাগজপত্র (যদি থাকে) নিয়ে চূড়ান্ত ভর্তির কাজ শেষ করবেন। ভর্তিপ্রক্রিয়া শেষে নিজ নিজ বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তির মাধ্যমে ক্লাস শুরুর দিন-তারিখ জানাবে।
গত ২৫ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের আটটি মূল কেন্দ্র ও তিনটি উপকেন্দ্রে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩ হাজার ৭১৮ আসনের বিপরীতে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন।
কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (আসনসংখ্যা-১,১১৬), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (আসনসংখ্যা-৪৩৫), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (আসনসংখ্যা-৬৯৮), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আসনসংখ্যা-৪৪৮), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (আসনসংখ্যা-২৭০), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (আসনসংখ্যা-৪৩১), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (আসনসংখ্যা-১৫০), হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (আসনসংখ্যা-৯০) এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (আসনসংখ্যা-৮০)।