রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি কোর্সে পুনর্ভর্তির আবেদন, জেনে নিন বিস্তারিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাংগুয়েজেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি কোর্সে পুনর্ভর্তির জন্য প্রাথমিক আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের কাছে ইরেজি, ইএলটি ও লিঙ্গুয়েসটিকসের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। শুধু ইরেজি, ইএলটি ও লিঙ্গুয়েসটিকস বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারীর শিক্ষার্থীরা উল্লিখিত প্রোগ্রামগুলো ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
প্রাথমিক আবেদনপত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের www.ru.ac.bd/ieol লিংক থেকে ডাউনলোড করা যাবে অথবা ২০ টাকা মূল্যের (অব্যবহৃত) ডাকটিকিট সংযুক্ত নিজ ঠিকানাসংবলিত ৩ ইঞ্চি বাই ৭ ইঞ্চি সাইজ খামে পরিচালক, ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাংগুয়েজেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়-৬২০৫–এই ঠিকানায় ডাকযোগে পাঠিয়েও ইনস্টিটিউট অফিস থেকে সংগ্রহ করা যাবে।
অগ্রণী ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা হতে পরিচালক, আইইওএল, রাবির অনুকূলে ১০০০/- (এক হাজার মাত্র) টাকার ডি ডি অথবা পে-অর্ডারসহ পূরণকৃত ভর্তির আবেদনপত্রের সঙ্গে দুই কপি পিপি সাইজ কালার ছবি, সব একাডেমিক সনদপত্র ও নম্বর পত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে ২০ ডিসেম্বর বেলা তিনটার মধ্যে সরাসরি স্বহস্তে অথবা ডাক/কোরিয়ারযোগে ইনস্টিটিউট অফিসে পৌঁছাতে হবে।
ভর্তির জন্য মনোনীত প্রার্থীকে (অর্থপ্রাপ্তি সাপেক্ষে) ইনস্টিটিউট থেকে ফেলোশিপ প্রদান করা হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ইনস্টিটিউটে ভর্তির সুযোগ পেলে এমফিল প্রোগ্রামের জন্য এক বছর ও পিএইচডি প্রোগ্রামের জন্য দুই বছরের ছুটি দেওয়া হবে মর্মে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র ভর্তির সময় জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে একটি সংক্ষিপ্ত গবেষণা প্রস্তাব জমা দিতে হবে। ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মনোনয়ন চূড়ান্ত করা হবে। ভর্তির সুযোগ পেলে এক বছরের কোর্সওয়ার্ক বাধ্যতামূলক।
*এমফিল প্রোগ্রামে ভর্তির যোগ্যতা—
৫.১. প্রার্থীর অবশ্যই এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় সনাতন পদ্ধতিতে যেকোনো একটিতে ন্যূনতম প্রথম বিভাগ ও অন্যটিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা গ্রেডিং পদ্ধতিতে উভয় পরীক্ষার প্রতিটিতে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
অথবা
২. যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ইরেজি, ইএলটি ও লিঙ্গুয়েসটিকস বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতোকোত্তর উভয় পরীক্ষায় সনাতন পদ্ধতিতে নূন্যতম ৫০ শতাংশ নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ৪ স্কেলের মধ্যে একটিতে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ ও অন্যটিতে সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
অথবা
৩. যেসব প্রার্থীর ওপরে বর্ণিত ৫ ধারার উপধারা (১) অথবা (২)-এর স্নাতক/স্নাতক (সম্মান)/সমমান ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষাগত যোগ্যতার কোনো একটি শর্ত পূরণ হয় না, তাঁরা এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন, যদি তাদের (ক) পাবলিক বিশ্ববিদ্যালয়ে/বেসরকারি বিশ্ববিদ্যালয়ে (বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত)/সরকারি কলেজে ৩ (তিন) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা:
অথবা
(খ) স্নাতক (সম্মান) পর্যায়ের বেসরকারি ডিগ্রি কলেজে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ৩ (তিন) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা;
অথবা
(গ) কোনো স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে ৩ (তিন) বছরের গবেষণা কাজের অভিজ্ঞতা এবং সেই সঙ্গে স্বীকৃত পিয়ার রিভিউড জার্নালে বিষয় ভিত্তিক ন্যূনতম ২ (দুইটি) গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়ে থাকে;
অথবা
(ঘ) বিদেশি প্রার্থী/বিদেশি ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীর ক্ষেত্রে নিজ দেশে/বাংলাদেশ ভিন্ন অন্য কোন দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষকতার অভিজ্ঞতা বা গবেষণা প্রতিষ্ঠানে গবেষণার অভিজ্ঞতা থাকে;
(ঙ) উপ-ধারা ৩ (ক), (খ), (গ) ও (ঘ) বর্ণিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের শিক্ষাজীবনের কোনো পর্যায়েই দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সিজিপিএ ৩.০০ এর কম থাকলে তিনি ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন। এ উপধারার অধীনে এমফিল প্রোগ্রামে ভর্তির অনুমতিপ্রাপ্ত প্রার্থীরা পিএইচডি প্রোগ্রামে স্থানান্তরিত হতে পারবেন না।
*পিএইচডি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা—
৫. ১. প্রার্থীর এমফিল বিধির ৫ ধারার উপধারা (১) ও (২)-এর ভর্তির যোগ্যতাসহ অবশ্যই এমফিল/সমমান ডিগ্রি থাকতে হবে;
অথবা
২. পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এমফিল /সমমানের ডিগ্রিপ্রাপ্ত দেশি এবং এমফিল/সমমানের ডিগ্রিপ্রাপ্ত বিদেশি প্রার্থীগণ পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য সরাসরি প্রাথমিক আবেদনপত্র জমা দিতে পারবেন;
অথবা
৩. প্রার্থীর যদি এম.ফিল. বিধির ৫ ধারায় বর্ণিত ভর্তির যোগ্যতা থাকে এবং তিনি যদি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন/যেকোনো সরকারি বৃত্তি/বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস ফেলোশিপ/আন্তর্জাতিক বৃত্তি/গবেষণা অনুদান অর্জন করে থাকেন, তাহলে তিনি পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন।
অথবা
৪. এমফিল বিধির ৫ ধারার উপধারা (১) ও (২) এর ভর্তির যোগ্যতাসহ—(ক) পাবলিক বিশ্ববিদ্যালয়ে/বেসরকারি বিশ্ববিদ্যালয়ে (বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত)/সরকারি কলেজে ৭ (সাত) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা;
অথবা
খ. স্নাতক/স্নাতক (সম্মান) পর্যায়ের বেসরকারি ডিগ্রি কলেজে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ৭ (সাত) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা;
অথবা
গ. কোনো স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে ৭ (সাত) বছরের গবেষণা কাজের অভিজ্ঞতা এবং সেই সঙ্গে স্বীকৃত পিয়ার রিভিউড জার্নালে ন্যূনতম ৩ (তিনটি) গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়ে থাকলে,
অথবা
ঘ. বিদেশি প্রার্থী/বিদেশি ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীর ক্ষেত্রে নিজ দেশে শিক্ষা প্রতিষ্ঠান স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষকতার অভিজ্ঞতা বা গবেষণা প্রতিষ্ঠানে গবেষণার অভিজ্ঞতা থাকলে এবং সেই সঙ্গে কোনো স্বীকৃত পিয়ার রিভিউড জার্নালে ন্যূনতম তিনটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়ে থাকলে প্রার্থী পিএইচডি প্রোগ্রামে ভর্তির প্রাথমিক আবেদনপত্র জমা দিতে পারবেন। তবে উপ-ধারা ৪–এর সব ক্ষেত্রে বর্ণিত যোগ্যতাসম্পন্ন আবেদনকারীদের শিক্ষাজীবনের কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সিজিপিএ ৩–এর কম থাকলে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।