চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রতি আসনের বিপরীতে প্রার্থী ৪১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন ফি জমা দেওয়ার মেয়াদ শেষ হয়েছে। গত রোববার রাত ১২টায় এ সুযোগ শেষ হয়। এ বছর মোট আবেদন ফি জমা দিয়েছেন ২ লাখ ৫৬ জন। তাঁরাই এ বছর ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের মোট আসন রয়েছে ৪ হাজার ৯২৬টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী প্রায় ৪১ (৪০.৬১) জন। সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ খাইরুল ইসলাম।

কোন ইউনিটে কতজন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। এতে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য ভর্তি পরীক্ষা নেওয়া হয়। চারটি ইউনিট ও দুটি উপ–ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ১৮৯টি। আর বাকি ৭৩৭টি আসন বিভিন্ন কোটায় বরাদ্দ থাকে।

ইউনিটগুলোর মধ্যে এ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১৫টি, বি ইউনিটে ১ হাজার ২২১টি, সি ইউনিটে ৬৪০ টি, ডি ইউনিটে ৯৫৮টি। উপ-ইউনিটের মধ্যে বি-১ ইউনিটে ১২৫টি ও ডি-১ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

এবার ভর্তি পরীক্ষায় বসার জন্য এ ইউনিটে আবেদন ফি জমা দিয়েছেন ৭৪ হাজার ৬৫৯, বি ইউনিটে ৫২ হাজার ৯৫৯, সি ইউনিটে ১৯ হাজার ৯৯৯ জন। এ ছাড়া ডি ইউনিটে ৪৯ হাজার ১৭৮ জন, ডি-১ উপ–ইউনিটে ১ হাজার ৮৪৩ ও বি-১ উপ–ইউনিটে ১ হাজার ৩৮২ জন আবেদন করেছেন। সে হিসাবে এবার এ ইউনিটে এক আসনের বিপরীতে লড়বেন প্রায় ৬১ জন, বি ইউনিটে ৪৩ জন, সি ইউনিটে ৩১ জন, ডি ইউনিটে ৫১ জন। অন্যদিকে ডি-১ উপ–ইউনিটে এক আসনে লড়বেন ৬১ জন ও বি-১ উপ–ইউনিটে ১১ জন।

প্রবেশপত্র ডাউনলোডের সময়

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবারও নির্দিষ্ট ইউনিটে পরীক্ষার সূচির ১৫ দিন আগে থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে। শেষ হবে পরীক্ষার এক ঘণ্টা আগে। সেই হিসাবে এ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে ১ মে, বি ইউনিটের ৫ মে, সি ইউনিটের ৪ মে, ডি ইউনিটের ১৭ মে শুরু হবে। অন্যদিকে বি-১ ও ডি-১ উপ–ইউনিটে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৯ মে থেকে।

অধ্যাপক মোহাম্মদ খাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পরীক্ষার ১৫ দিন আগে থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে সে সুযোগ বন্ধ হবে। প্রবেশপত্র ডাউনলোড নিয়ে কোনো সমস্যা হলে বা বন্ধ হয়ে যাওয়ার পর যদি কারও প্রবেশপত্র ডাউনলোড করার প্রয়োজন হয়, তাহলে আইসিটি সেলে যোগাযোগ করতে হবে।