ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটে ভর্তিতে বিষয় মনোনয়ন প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির প্রথম ধাপের বিষয় মনোনয়ন প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিট ভর্তি ওয়েবসাইটে এ–সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি শিক্ষার্থীদের জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোনয়ন পাওয়া শিক্ষার্থীরা আগামীকাল মঙ্গলবার (২২ আগস্ট) পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালুর অগ্রিম ফি ৫০ টাকা জমা দিতে পারবে। এ সময়ের মধ্যে উল্লেখিত অগ্রিম ফি জমা না দিলে, পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক নয় বলে বিবেচ্য হবে। আর এ ক্ষেত্রে পরবর্তী মাইগ্রেশনে তাঁকে অনুপস্থিত দেখানো হবে। বিষয় মনোনয়ন দেখতে, অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে, মনোনীত বিষয় দেখতে ড্যাশবোর্ড থেকে ‘বিষয় মনোনয়ন’ বাটনে ক্লিক করলে তা দেখা যাবে। এ ছাড়া ভর্তিসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য নির্ধারিত ওয়েবসাইটে পাবেন শিক্ষার্থীরা।
আগামী বুধবার (২৩ আগস্ট) বিকেলে অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের দ্বিতীয় মনোনয়ন প্রকাশ করা হবে।
প্রযুক্তি ইউনিট অধিভুক্ত কলেজগুলোর মধ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের অধীনে ৬টি কলেজ রয়েছে। এর মধ্যে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ, একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি টেক্সটাইল ইনস্টিটিউট। চারটি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে তিনটি সরকারি কলেজ এবং একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল বিষয়ে দুটি বেসরকারি কলেজ।