গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ে শেষ পর্যায়ে প্রাথমিক ভর্তিতে শিক্ষার্থীদের জন্য যেসব নির্দেশনা

২০২২-২৩ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ পর্যায়ে (শেষ পর্যায়) প্রাথমিক ভর্তির বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

চূড়ান্ত ভর্তির তারিখ ও প্রক্রিয়া সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করার আহ্বান করলে প্রার্থীকে অবশ্যই সেই বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।

  • আবেদনকারী ইতিপূর্বে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করে থাকলে এবং পরবর্তী সময়ে মাইগ্রেশনের মাধ্যমে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত হলে আগে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় থেকে চূড়ান্ত ভর্তি ফি আবেদনকারীকে ফেরত দেওয়া হবে।

  • ইতিমধ্যে প্রাথমিক ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করে থাকলে পরবর্তী পর্যায়ে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলেও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জমাকৃত মূল কাগজপত্র যে বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া আছে, সেখানেই থাকবে। স্থানান্তরের প্রয়োজন নেই।

  • বিশেষভাবে লক্ষণীয়, মাইগ্রেশন স্টপ একবার সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিভাগ ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা বিভাগের জন্য কোনোভাবেই বিবেচিত হবে না। এমনকি পরবর্তী সময়ে কোটায় অন্য কোনো বিভাগের জন্য নির্বাচিত হলে তা বিবেচিত হবে না।

  • চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তিপ্রক্রিয়া ২০ থেকে ২২ আগস্টের মধ্যে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে নিম্নে উল্লেখিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে।

  • প্রাথমিক ভর্তি ও ফি প্রদান চলবে আজ সোমবার (২১ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

  • মূল কাগজপত্র জমা দেওয়া যাবে কাল মঙ্গলবার (২২ আগস্ট) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। প্রাথমিক ভর্তিপ্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করে থাকলে পরবর্তী পর্যায়ে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলেও জমা দেওয়া মূল কাগজপত্র যে বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া আছে, সেখানেই থাকবে। স্থানান্তরের দরকার নেই।