বেসরকারি মেডিকেলে দ্বিতীয় অপেক্ষমাণ থেকে ভর্তি কবে, জানাল স্বাস্থ্য অধিদপ্তর
দেশের সরকারি মেডিকেলে ভর্তির দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা প্রকাশের পর বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তিপ্রক্রিয়া শুরু হবে। সম্প্রতি বেসরকারি মেডিকেলে ভর্তির জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। প্রকাশিত নির্দেশনা থেকে এ তথ্য জানা গেছে।
বেসরকারি মেডিকেলে ভর্তির নির্দেশনা অনুযায়ী, সরকারি মেডিকেল কলেজে ভর্তিপ্রক্রিয়া (দ্বিতীয় অপেক্ষমাণ তলিকা পর্যন্ত) সমাপ্ত হওয়ার পর পরবর্তী সময়ে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিপ্রক্রিয়া শুরুর লক্ষ্যে যথাসময়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।
জাতীয় মেধাতালিকার ৩৪ হাজার ৮৩৫ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীরা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ভর্তি–ইচ্ছুকদের আবেদন টেলিটক বাংলাদেশ লিমিডেটের মাধ্যমে অনলাইনে গ্রহণ করা হবে। আবেদনপত্র দাখিলের ফি এক হাজার টাকা মাত্র। আবেদন দাখিলের সময় অনলাইন তালিকা থেকে সরকার স্বীকৃত সব বেসরকারি মেডিকেল কলেজের পছন্দক্রম উল্লেখ করতে হবে।