জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে প্রফেশনাল এমএ প্রোগ্রাম, ৬ পয়েন্টে আবেদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে স্প্রিং–২০২৫ সেশনে দুটি ইংরেজি প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ১. এমএ ইন ইংলিশ (লিটারেচার অ্যান্ড কালচারাল স্টাডিজ০ ও ২. এমএ ইন ইংলিশ (অ্যাপ্লায়েড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইএলটি)। ১৮ মাসের সেমিস্টারে ৪৮ ক্রেডিটের এ কোর্সের ক্লাস শুক্র ও শনিবারে হবে।

আবেদনের যোগ্যতা—

যেকোনো বিভাগে ব্যাচেলর (অনার্স) ডিগ্রি, বিএ (পাস)সহ এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোট ৬ পয়েন্ট থাকতে হবে।

আরও পড়ুন

আবেদনে গুরুত্বপূর্ণ তারিখ—

আবেদনের শেষ তারিখ: ১৮ ডিসেম্বর ২০২৪

ভর্তির লিখিত পরীক্ষা হবে: ২০ ডিসেম্বর ২০২৪, বেলা তিনটা

মৌখিক পরীক্ষা হবে: ২০ ডিসেম্বর বিকেল পাঁচটা

ভর্তি পরীক্ষার ফলাফল: ২০ ডিসেম্বর, রাত আটটা

ভর্তির তারিখ: ২৯ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪

ক্লাস শুরুর তারিখ: ৩ জানুয়ারি ২০২৫।

*অনলাইনে আবেদন করতে হবে লিংকে প্রবেশ করে।

আরও পড়ুন