মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের দুটি প্রোগ্রামে ভর্তি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে (টিই) MSc in Textile Engineering এবং M.Engineering প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিসে এক হাজার টাকা জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
ভর্তির যোগ্যতা—
*এসএসসি ও এইচএসসি বা সমমানে আলাদাভাবে সিজিপিএ–৩ থাকতে হবে;
*বিএসসি (ইঞ্জি.) কোর্সে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ থাকতে হবে;
*চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে
*চাকরিরত প্রার্থীদের ন্যূনতম ছয় মাসের ছুটি নিতে হবে।
আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে—
ক. শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সব পরীক্ষার মার্কশিট/ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি;
খ. নাগরিকত্বের সনদ/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি;
গ. সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
ঘ. সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি।
ভর্তিসংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখগুলো—
#আবেদনের শেষ তারিখ: ৮/১০/২০২৪।
#অ্যাডমিশন টেস্ট/সাক্ষাত্কার (সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত): ২১/১০/২০২৪।
#ফলাফল প্রকাশ: ২৩/১০/২০২৪।
#ভর্তির তারিখ (ছুটির দিন ব্যতীত): ২৭/১০/২০২৪ থেকে ০৬/১১/২০২৪ পর্যন্ত।
#ক্লাস শুরু: ০৯/১১/২০২৪।
#বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.mbstu.ac.bd