জবি গুচ্ছভর্তিতে থাকছে কি না, সিদ্ধান্ত বিশেষ একাডেমিক সভায়
গুচ্ছভর্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকছে কি না, এ বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী মাসে বিশেষ একাডেমিক সভায় বসবে প্রশাসন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৬৩তম একাডেমিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমদ প্রথম আলোকে এ তথ্য জানান।
কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমেদ বলেন, আগামী ফেব্রুয়ারিতে যত দ্রুত সম্ভব একটি বিশেষ একাডেমিক সভার আয়োজন করা হবে। সভায় আমাদের সব বিভাগের চেয়ারম্যানরা গুচ্ছ বিষয়ে যে মতামত দিয়েছেন, তা আলোচনা করা হবে। পাশাপাশি সমন্বিত ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরবর্তী অংশগ্রহণ নিয়ে একটি সিদ্ধান্ত হবে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সমন্বিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (গুচ্ছ পদ্ধতি) থেকে বের হয়ে নিজস্ব ব্যবস্থাপনায় এককভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মাধ্যমে উপাচার্যকে জানিয়েছেন তাঁরা।