জাতীয় বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম, লাইব্রেরি সায়েন্স, মার্চেন্ডাইজিংয়ে প্রফেশনাল মাস্টার্সে ভর্তির সূচি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তির সময়সীমা ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান শিক্ষাবর্ষ (২০২৩-২৪) অনুযায়ী এলএলবি প্রথম পর্ব, পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম, পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সে অনলাইন ভর্তি কার্যক্রম ৫ অক্টোবর বিকেল ৪টা থেকে শুরু হয়েছে। ২৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০ টাকা ৩০ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে। ক্লাস শুরু হবে আগামী ২০ নভেম্বর থেকে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স, পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ফটোগ্রাফি, পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক, পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন থিয়েটার স্টাডিজ, পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট, পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও মাস্টার্স প্রথম পর্ব: গণমাধ্যম ও সাংবাদিকতা (২০২৩) কোর্সে আবেদন করতে পারবেন না।