ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের দ্বিতীয় মেধাতালিকার সাক্ষাৎকার ৮ অক্টোবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ডি ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের দ্বিতীয় মেধাতালিকার সাক্ষাৎকার আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীদের কার্যক্রম ৬ অক্টোবরের মধ্যে ভর্তি শেষ করতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তী সময় ভর্তির কোনো সুযোগ থাকবে না। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি যেসব ছাত্রছাত্রী বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করেছেন, তাঁদের মধ্য থেকে যাঁরা বিভাগ পরিবর্তনের জন্য মনোনীত হয়েছেন, তাঁদের আজ থেকে ৬ অক্টোবরের মধ্যে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অবশিষ্ট শূন্য আসনগুলো পূরণের জন্য দ্বিতীয় মেধাতালিকার প্রার্থীদের সাক্ষাৎকার ৮ অক্টোবর অফিস চলাকালীন অনুষদ ভবনের চতুর্থ তলায় ডি ইউনিটের সমন্বয়কারীর অফিসকক্ষে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকার সভায় উপস্থিতির ভিত্তিতে চূড়ান্ত ভর্তির অনুমতিপত্র দেওয়া হবে।

নির্দেশনা অনুযায়ী, সাক্ষাৎকারের দিন থেকে ১৬ অক্টোবরের মধ্যে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দুই ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তী সময় ভর্তির কোনো সুযোগ থাকবে না।

আরও পড়ুন

সাক্ষাৎকারে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার হলের পরিদর্শকের স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র। মাধ্যমিক-সমমান এবং উচ্চমাধ্যমিক-সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট অথবা সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র এবং সদ্য তোলা আট কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে আসতে হবে।

আসন খালি থাকা সাপেক্ষে তৃতীয় মেধাতালিকার প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ ও সময় পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন