কৃষি গুচ্ছে ভর্তির পরই শেষ হবে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম

ছবি: সংগৃহীত

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর চূড়ান্ত ভর্তিপ্রক্রিয়া চলছে। কৃষি গুচ্ছের ভর্তিপ্রক্রিয়ার পর আসন শূন্য থাকা সাপেক্ষে জিএসটি গুচ্ছের ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শেষ হবে। গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি গুচ্ছের ভর্তিপ্রক্রিয়ার পর আসন শূন্য থাকা বা হওয়া সাপেক্ষে জিএসটি গুচ্ছের সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের মাধ্যমে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সমাপ্ত করা হবে। ২৭ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন কোটার ভর্তিসহ চূড়ান্ত ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করবে। বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন কোটা ও চূড়ান্ত ভর্তি–সংক্রান্ত বিজ্ঞপ্তি নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে।

আরও পড়ুন

জিএসটির ২৪টি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তিকৃত এবং বিভিন্ন কোটায় ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের মূল নম্বরপত্রগুলো (এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান) চূড়ান্ত ভর্তির সময় জমা দিতে হবে। ২০ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়গুলো সুবিধা অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

চূড়ান্ত ভর্তি ও কৃষি গুচ্ছের ভর্তিপ্রক্রিয়ার পর আসন শূন্য থাকা বা হওয়া সাপেক্ষে জিএসটি গুচ্ছের সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের মাধ্যমে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সমাপ্ত করা হবে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীর মূল নম্বরপত্র দুটি (এসএসসি ও এইচএসসি) সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে চূড়ান্ত ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়ার তারিখ পরবর্তী সময় জানানো হবে।

আরও পড়ুন

দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ জন্য নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে বলা হয়েছে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের। গত ২৫ সেপ্টেম্বর থেকে ওয়েবসাইটে –তে প্রবেশপত্র পাওয়া যাচ্ছে। পরীক্ষা শুরুর আগপর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন
আরও পড়ুন