জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সময় বৃদ্ধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীম বাড়ানো হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা। গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তির জন্য আবেদনের কার্যক্রম শেষ হবে ৩০ সেপ্টেম্বরে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে-স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ ১ হাজার টাকা জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে ৩ অক্টোবরের মধ্যে সংগ্রহ করতে হবে। যাঁরা ইতিপূর্বে প্রাথমিক আবেদন ফরম পূরণ করে আবেদন ফি জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহ করেছেন, তাঁদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
গুরুত্বপূর্ণ তারিখ—
অনলাইনে আবেদন শেষ: ৩০ সেপ্টেম্বর ২০২৪
সোনালী সেবায় টাকা জমা: ১৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর
লিখিত পরীক্ষা ৯ অক্টোবর ২০২৪ (বেলা ১১টা থেকে দুপুর ১২টা)। ওই দিন লিখিত পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে
লিখিত পরীক্ষার ফল প্রকাশ ১৭ অক্টোবর ২০২৪
সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষা: ২২ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৪ পর্যন্ত
মেধাতালিকা প্রকাশ: ৩ অক্টোবর ২০২৪
পে–স্লিপ ডাউনলোড ও ভর্তির তারিখ: ৬ থেকে ১১ নভেম্বর ২০২৪
কোর্সওয়ার্ক/ গবেষণা কার্যক্রম শুরুর তারিখ ১১ নভেম্বর ২০২৪। কোর্সওয়ার্ক জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পরিচালিত হবে