ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই ইউনিটে আসন শূন্য, বিশেষ মাইগ্রেশনের সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির পরও দুটি ইউনিটে বেশকিছু বিভাগের আসন শূন্য রয়েছে। এসব আসনের জন্য বিশেষ মাইগ্রেশনের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত মাইগ্রেশনের আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অল্প কিছু বিভাগে নির্দিষ্টসংখ্যক খালি আসনের জন্য বিশেষ মাইগ্রেশনের ব্যবস্থা করা হয়েছে। শুধু ওই সব বিষয়ে যারা ইতিমধ্যে ভর্তি হয়ে আছে এবং বিষয় পছন্দক্রম অনুসারে উল্লেখিত কোনো বিষয়ে মাইগ্রেশন করার সুযোগ আছে, সেসব শিক্ষার্থীরা অনলাইনে আগামী ১৫ অক্টোবর, ২০২৪ পর্যন্ত বিশেষ মাইগ্রেশনের আবেদন করতে পারবে। আগামী ১৭ অক্টোবরে অনলাইনে বিশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে এবং মেধা ও পছন্দক্রম অনুযায়ী উল্লেখিত বিষয়গুলোর শূন্য আসন পূরণ করে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে। বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ইউনিটের নোটিশ দেখুন।

আরও পড়ুন