এমবিবিএস–বিডিএস কোর্সে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির পুনর্বিজ্ঞপ্তি
বাংলাদেশের বেসরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ ও ডেন্টাল কলেজের সব ইউনিটে বিদেশি শিক্ষার্থীদের জন্য ২০২২–২৩ শিক্ষাবর্ষে ভর্তির পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই)। শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন কলেজে আলাদাভাবে আবেদন করতে হবে।
ভর্তির যোগ্যতা
এসএসসি, ও লেভেল, দশম শ্রেণি বা সমমানের পরীক্ষায় ২০১৯ সালের আগে এবং এইচএসসি, এ লেভেল, দ্বাদশ শ্রেণি বা সমমান পরীক্ষায় ২০২১ সালের আগে পাস করলে আবেদন করা যাবে না।
এসএসসি, ও লেভেল বা সমমান এবং এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষার মোট জিপিএ কমপক্ষে সাত (৭) থাকতে হবে। জীববিজ্ঞানে জিপিএ কমপক্ষে ৩ দশমিক ৫ থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রসব কাগজপত্র নিজ নিজ দেশের শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে হবে।
অনলাইনে আবেদনের সময় পাসপোর্ট, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ সব কাগজপত্র সংযুক্ত করতে হবে।
আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতার সব সনদ, মার্ক শিট বা ট্রান্সক্রিপ্ট শিট ও প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রের মূল কপি ভর্তির সময় দেখাতে হবে।
টিউশন ও আবেদন ফি
বেসরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ অথবা ডেন্টাল ইউনিটগুলো থেকে টিউশন ফি–বিষয়ক তথ্য সরাসরি সংশ্লিষ্ট কলেজ থেকে সংগ্রহ করতে হবে।
প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই অফেরতযোগ্য ১০০ মার্কিন ডলার প্রদান করতে হবে।
আবেদন শেষ কবে
আগ্রহী প্রার্থীরা ৩০ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন জমাদানের লিংক
আগ্রহী প্রার্থীরা এ প্রয়োজনীয় আরও তথ্য পাবেন।