ঢাকা স্কুল অব ইকোনমিকসে দুই বিষয়ে মাস্টার্সে পড়ার সুযোগ

দেশেই মিলছে উদ্যোক্তা অর্থনীতিতে পড়ার সুযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকোনমিকসে উদ্যোক্তা অর্থনীতিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দুই বিষয়ে মাস্টার্সে ভর্তি কার্যক্রম চলছে। মাস্টার অব ইকোনমিকস ইন ডেভেলপমেন্ট ইকোনমিকস ও মাস্টার অব ইকোনমিকস (এন্ট্রাপ্রেনিউরশিপ ইকোনমিকস) দুটি কোর্সের প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত। আবেদন করা যাবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন

আবেদনের যোগ্যতা

* বাংলাদেশের যেকোনো প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স (চার বছর মেয়াদি) অথবা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না।
উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে শিল্প বাস্তবতা ও সৃজনশীলতার মাধ্যমে মেধার বিকাশ করা যায়। ভর্তির জন্য অনলাইন থেকে ভর্তি ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। এ কোর্সে ভর্তিতে আবেদন ফি এক হাজার টাকা। যেকোনো তথ্যের জন্য আগ্রহীরা যোগাযোগ করতে পারবেন ঢাকা স্কুল অব ইকোনমিকস, ৪/সি, ইস্কাটন গার্ডেন রোড, মগবাজার, ঢাকা-১০০০ ঠিকানায়।

**বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন

আরও পড়ুন
আরও পড়ুন