জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল টেকনোলজিতে এমএসসি, জিপিএ ২.২৫ হলে আবেদন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে কেমিক্যাল অ্যান্ড কেমিক্যাল টেকনোলজিতে প্রফেশনাল এমএসসি প্রোগ্রামে ভর্তিতে আবেদন প্রক্রিয়া চলছে। ৫ ডিসেম্বরের মধ্য আবেদন কর্তে পারবেন আগ্রহীরা। অনলাইনে আবেদন ফি ১ হাজার ২০ টাকা। কেমিক্যাল অ্যান্ড কেমিক্যাল টেকনোলজিতে প্রফেশনাল এমএসসি প্রোগ্রামের ক্লাস হবে সাপ্তাহিক ছুটির দিনে। এ কোর্সের মেয়াদ ১ বছর (০২ সেমিস্টার)।
আবেদনের ভর্তির যোগ্যতা—
*রসায়ন/রাসায়নিক প্রযুক্তি/ফলিত রসায়ন/প্রাণ রসায়ন/পরিবেশ রসায়ন/শিল্প রসায়ন/ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (রসায়নসহ)/বায়োলজিক্যাল সায়েন্স (রসায়নসহ)/ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি/ফুড সায়েন্স (রসায়নসহ)/লেদার টেকনোলজি/টেক্সটাইল টেকনোলজি অথবা রসায়ন–সংশ্লিষ্ট বিষয়ে ৩/৪ বছরের অনার্স কোর্স (২ বছরের পাস কোর্সের ক্ষেত্রে ১ বছরের মাস্টার্স) অথবা সমমানের ডিগ্রি
*সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম জিপিএ ২.২৫ (৪.০০ এর মধ্যে) অথবা দ্বিতীয় শ্রেণির ডিগ্রি থাকতে হবে।
*আবেদনপত্রের সব সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
# অনলাইন আবেদনের লিংক: https://forms.gle/KXSHTed98bs2tyg48
# ভর্তি সাক্ষাৎকার: ১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার (সকাল ১০টায় শুরু)
# ক্লাস শুরু: ৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.jnu.ac.bd অথবা, http://www.jnu.ac.bd/dept/portal/web/chemistry