এমআইএসটিতে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ, দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ, জেনে নিন বিস্তারিত

ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ২০২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমআইএসটিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ এবারও আছে। তবে এ ক্ষেত্রে লিখিত পরীক্ষায় অংশ নিতে যাওয়ঢা পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর থেকে ৫ শতাংশ নম্বর কাটা যাবে।

এমআইএসটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছরের ৩০ ডিসেম্বরে বেলা ১১টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে আগামী বছরের ২০ জানুয়ারি পর্যন্ত। আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ১০ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ২২ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

আবেদনের যোগ্যতা—

২০২২–২৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া জিপিএ-৪ (জিপিএ–৫) পেতে হবে। আর ২০২৩–২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিতে ১৮ পয়েন্ট থাকতে হবে। গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে এইচএসসি ও সমমানের জিপিএ ৪ করে পেতে হবে।

আরও পড়ুন

ভর্তি পরীক্ষা কত নম্বরের—

‘এ’ ইউনিটের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারে গণিতে ৯০, পদার্থে ৭০, রসায়নে ৩০ ও ইংরেজিতে ১০—মোট ২০০ নম্বরের প্রশ্ন থাকবে। আর ‘বি’ ইউনিটের আর্কিটেকচারে অঙ্কন ও আর্কিটেকচার সম্পৃক্ত বিষয়ে ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময় ও সিলেবাস—

‘এ’ ইউনিটের পরীক্ষা হবে তিন ঘণ্টার। আর ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে ২ ঘণ্টায়। ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার সিলেবাসেই হবে ভর্তি পরীক্ষা। দুই ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪০ শতাংশ নম্বর পেতেই হবে।

আরও পড়ুন

আবেদন ফি—

ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিতে আবেদন ফি ১০০০ টাকা। আর আর্কিটেকচারে আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।

আরও পড়ুন

ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ—

  • আবেদন শুরু: ৩০ ডিসেম্বর, বেলা ১১টা থেকে

  • অনলাইনে আবেদন শেষ: আগামী বছরের ২০ জানুয়ারি, রাত ১১টা ৫৯ মিনিটে

  • নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ: আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে পরীক্ষায় অংশগ্রহণকারীরদের তালিকা ১০ ফেব্রুয়ারিতে প্রকাশ করা হবে

  • ভর্তি পরীক্ষা: ২২ ফেব্রুয়ারি, ২০২৫ সাল

  • ভর্তি শুরু: ১৬ মার্চ, ২০২৫ (সম্ভাব্য তারিখ)

  • ক্লাস শুরু: ৮ জুন, ২০২৫, (সম্ভাব্য তারিখ)।

  • আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।