কলেজে ভর্তির তৃতীয় ধাপের আবেদন ও মাইগ্রেশনের ফল প্রকাশ
একাদশ শ্রেণির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির তৃতীয় ধাপের আবেদন ও দ্বিতীয় ধাপের মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল শুক্রবার (১২ জুলাই) রাতে একাদশের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। এ তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত ফি দিয়ে নির্বাচন নিশ্চায়ন করতে হবে।
ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির লক্ষ্যে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশিত হয়েছে। তৃতীয় পর্যায়ের আবেদনের ভিত্তিতে যারা নির্বাচিত হয়েছে, তাদের নির্বাচন নিশ্চায়নের জন্য নিজ পোর্টালে লগইন করে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিশ্চায়নের ফি প্রদান করে নির্বাচন নিশ্চায়ন করতে হবে।
নির্বাচন ও নিশ্চায়ন–সংক্রান্ত নির্দেশিকাও লিংকে দেখুন। পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিশ্চায়ন ফি প্রদান করতে অসুবিধা হলে সরাসরি বিকাশের মাধ্যমে ফি প্রদান করে নিশ্চায়ন করতে পারবেন। এ লিংকে মিলবে বিস্তারিত তথ্য । যাদের নির্বাচন নিশ্চায়ন সম্পন্ন হয়েছে, তারা তাদের চূড়ান্ত নির্বাচনের পিডিএফ এখন ডাউনলোড করতে পারবে।
পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয় ১২ জুলাই রাত ৮টায়। তৃতীয় পর্যায়ে আবেদনের ফলাফল প্রকাশ ১২ জুলাই রাত ৮টায়। তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন ১৩ থেকে ১৪ জুলাই। ভর্তি শুরু হবে ১৫ জুলাই এবং শেষ হবে ২৫ জুলাই। ভর্তি কার্যক্রম শেষে আগামী ৩০ জুলাই সারা দেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।
চলতি বছর এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ২৫ লাখের মতো। সব শিক্ষার্থী ভর্তি হলেও একাদশ শ্রেণিতে আট লাখের বেশি আসন ফাঁকা থাকবে এবার। তাই এবার ফল ভালো হলেও শিক্ষার্থীর সংকটে পড়বে অনেক কলেজ।