ভর্তি–ইচ্ছুক দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীদের করণীয় জানাল ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে  আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি-ইচ্ছুক দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীদের শ্রুতলেখক নেওয়ার জন্য আবেদন করতে বলা হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন বরাবর ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি অফিস চলাকালে আবেদন করে অনুমতি নিতে হবে প্রার্থীদের।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থী ও শ্রুতলেখকের এক কপি করে ছবি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। শ্রুতলেখককে অষ্টম থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত হতে হবে।

আরও পড়ুন

এসএসসি উত্তীর্ণ ব্যক্তিরা কোনোভাবেই শ্রুতলেখক হতে পারবে না। আবেদনপত্রের সঙ্গে যা যা দিতে হবে—

১.
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র;

২.
ডাক্তার কর্তৃক প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি;

৩.
শ্রুতলেখকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ স্কুল কর্তৃক প্রত্যয়নকৃত সনদ। সনদে অবশ্যই প্রধান শিক্ষকের স্বাক্ষর ও মুঠোফোন নম্বর থাকতে হবে;

৪.
শ্রুতলেখককে স্কুলে অধ্যয়নরত, এ মর্মে অঙ্গীকারনামা প্রদান করতে হবে;

৫.
সন্তানকে শ্রুতলেখক হিসেবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেবেন, এই মর্মে শ্রুতলেখকের অভিভাবকের সম্মতিপত্র;

৬. শ্রুতলেখকের জেএসসি সনদের সত্যায়িত কপি;

৭. শ্রুতলেখকের জন্মসনদের সত্যায়িত কপি।

পরীক্ষার্থী ও শ্রুতলেখক দুজনকেই অনুমতির জন্য ডিন অফিসে সশরীর উপস্থিত থাকতে হবে।

*বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন