ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে মাস্টার্স, জিপিএ ৩.২৫-এ আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে আবেদন আহ্বান করা হয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ফরাসি ভাষা ও সংস্কৃতি প্রোগ্রাম (FLC), জাপানি ভাষা ও সংস্কৃতি প্রোগ্রাম (JLC) এবং চীনা ভাষা ও সংস্কৃতি প্রোগ্রামের (CLC) শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের যোগ্যতা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে স্নাতক (সম্মান) পরীক্ষায় ৪.০০ স্কেলে ন্যূনতম জিপিএ ৩.২৫/দ্বিতীয় বিভাগে ৫৫% নম্বর থাকতে হবে এবং মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০/দ্বিতীয় বিভাগ থাকতে হবে। মাস্টার্স ডিগ্রিপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন। ভর্তির ক্ষেত্রে প্রার্থীর বয়স ও শিক্ষাবর্ষের কোনো বাধ্যবাধকতা নেই। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অনুষদ কর্তৃক ডিগ্রির সমতা নিরূপণ সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১ ডিসেম্বর ২০২৪।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: