বিইউপিতে মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ প্রোগ্রামে ভর্তি, ফি ১০০০

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস–প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তিতে আবেদনের প্রক্রিয়া চলছে। ১৬ মাস মেয়াদি এমডিএস (প্রফেশনাল) প্রোগ্রামের ১১তম ব্যাচে ভর্তিতে আগ্রহী প্রার্থীরা ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি এক হাজার টাকা।

ভর্তি আবেদনের যোগ্যতা

  • আগ্রহী প্রার্থীকে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে।

  • বিএ/বিএস (পাস) বা সমমান ডিগ্রিধারীদের ক্ষেত্রে উন্নয়ন–সংশ্লিষ্ট বা অন্যান্য প্রতিষ্ঠানে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • সশস্ত্র বাহিনীর কর্মকর্তা বা সদস্য, যাঁদের উপরোক্ত কোনো ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। বিএ/বিএস (পাস) ডিগ্রিধারী প্রার্থীদের সশস্ত্র বাহিনীতে ৫ (পাঁচ) বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • ন্যূনতম জিপিএ ২.২৫ অথবা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে।

আরও পড়ুন

ভর্তি পরীক্ষা ও ভাইভা

  • ভর্তির জন্য আবেদনকারীদের ১০০ নম্বরের একটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে (লিখিত: ৮৫ নম্বর ও ভাইভা: ১৫ নম্বর)।

  • এ পরীক্ষায় শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও ব্যাকরণ, গাণিতিক ও তথ্য বিশ্লেষণ দক্ষতা, সাধারণ জ্ঞান ও সমসাময়িক বিষয়াদি সম্পর্কে জ্ঞান মূল্যায়ন করা হবে।

  • ভাইভার সময় সব মূল একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট বা ট্রান্সক্রিপ্টস ও অ্যাডমিশন টেস্টের অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে।

  • লিখিত ভর্তি পরীক্ষা ও ভাইভার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

প্রোগ্রামের খরচ

প্রোগ্রামের মোট খরচ ১ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে ভর্তি ফি, রেজিস্ট্রেশন ফি ও সেমিস্টার ফি বাবদ ৩৯ হাজার ৬০০ টাকা ভর্তির সময় দিতে হবে। এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় সেমিস্টারে কোর্স ও অন্যান্য ফি বাবদ ২৭ হাজার ৪০০ টাকা করে এবং চতুর্থ সেমিস্টারে কোর্স ও থিসিস বা প্রজেক্ট পেপারস ফি বাবদ ৩৫ হাজার ৬০০ টাকা দিতে হবে।

আরও পড়ুন

জেনে রাখুন গুরুত্বপূর্ণ তারিখ ও তথ্য

  • ১৬টি কোর্স ও থিসিস বা প্রজেক্ট পেপারসহ মোট ৫২ ক্রেডিট ঘণ্টার বিশেষায়িত পাঠ্যক্রম।

  • ক্লাস ও পরীক্ষা হবে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত (৪০ শতাংশ ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে)।

    শিক্ষার মাধ্যম: ইংরেজি।

  • আবেদনের প্রক্রিয়া: ওয়েব লিংক থেকে অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে হবে।

  • আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৪

  • লিখিত ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ২০ ডিসেম্বর ২০২৪, সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত

  • ভাইভার তারিখ ও সময়: ২০ ও ২১ ডিসেম্বর ২০২৪, সকাল ১০টা থেকে

  • ভর্তি কার্যক্রম: ১ থেকে ১৫ জানুয়ারি ২০২৫

  • ক্লাস শুরু: ১৭ জানুয়ারি ২০২৫

বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট:

আরও পড়ুন