মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে দুটি প্রোগ্রামে ভর্তি

প্রথম আলো ফাইল ছবি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে MA in English Literature ও MA in English Language Teaching প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

ভর্তির যোগ্যতা—

ইউজিসি কর্তৃক স্বীকৃত বা অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী যাঁরা ২০২১, ২০২২ ও ২০২৩ সাল পর্যন্ত পরীক্ষায় সিজিপিএ ন্যূনতম ২.২৫–সহ পাস করেছেন, কেবল তাঁরাই আবেদন করতে পারবেন।

আরও পড়ুন
  • চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

  • প্রার্থী অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন, সে ক্ষেত্রে ভর্তি হওয়ার সময় অবশ্যই তাঁকে পাস করার সার্টিফিকেট ও মার্কশিট প্রদর্শন করতে হবে।

  • যাঁরা ২০২৪ সালের অনার্স পাসের সার্টিফিকেট পেয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন না।

আরও পড়ুন

আবেদনপত্রের সঙ্গে কাগজপত্র দিতে হবে—

  • শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সব পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি।

  • নাগরিকত্ব সনদ বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।

  • সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

  • সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি।

  • ব্যাংকে ১০০০ টাকা জমাদানের রসিদ।

আরও পড়ুন

ভর্তিসংক্রান্ত তারিখ—

  • ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ: ৮ জানুয়ারি ২০২৫

  • ভর্তি পরীক্ষার তারিখ: ১৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ পর্যন্ত MA in English Literature (ENG) এবং বেলা ২টা ৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত MA in English Language Teaching (ELT)

  • ফলাফল প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫।

  • সাক্ষাৎকার: ২১ ও ২২ জানুয়ারি ২০২৫ সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

  • ভর্তির তারিখ: ২৮ ও ২৯ জানুয়ারি ২০২৫।

  • বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.mbstu.ac.bd

আরও পড়ুন