মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে দুটি প্রোগ্রামে ভর্তি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে MA in English Literature ও MA in English Language Teaching প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
ভর্তির যোগ্যতা—
ইউজিসি কর্তৃক স্বীকৃত বা অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী যাঁরা ২০২১, ২০২২ ও ২০২৩ সাল পর্যন্ত পরীক্ষায় সিজিপিএ ন্যূনতম ২.২৫–সহ পাস করেছেন, কেবল তাঁরাই আবেদন করতে পারবেন।
চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
প্রার্থী অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন, সে ক্ষেত্রে ভর্তি হওয়ার সময় অবশ্যই তাঁকে পাস করার সার্টিফিকেট ও মার্কশিট প্রদর্শন করতে হবে।
যাঁরা ২০২৪ সালের অনার্স পাসের সার্টিফিকেট পেয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন না।
আবেদনপত্রের সঙ্গে কাগজপত্র দিতে হবে—
শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সব পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি।
নাগরিকত্ব সনদ বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি।
ব্যাংকে ১০০০ টাকা জমাদানের রসিদ।
ভর্তিসংক্রান্ত তারিখ—
ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ: ৮ জানুয়ারি ২০২৫
ভর্তি পরীক্ষার তারিখ: ১৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ পর্যন্ত MA in English Literature (ENG) এবং বেলা ২টা ৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত MA in English Language Teaching (ELT)
ফলাফল প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫।
সাক্ষাৎকার: ২১ ও ২২ জানুয়ারি ২০২৫ সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত।
ভর্তির তারিখ: ২৮ ও ২৯ জানুয়ারি ২০২৫।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.mbstu.ac.bd