বাদ পড়া নবম শ্রেণির শিক্ষার্থীদের আবার রেজিস্ট্রেশনের সুযোগ
২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণির যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ে মধ্যে রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের আবার রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বাদ পড়া শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) থেকে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। ১০ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে শিক্ষার্থীরা। গত বছরের নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে বিলম্ব ফি দিতে হবে না।
গতকাল বুধবার ঢাকা শিক্ষা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে দায় প্রধান শিক্ষককে নিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ সালে নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছিল। বিভিন্ন কারণে বাদ পড়া শিক্ষার্থী ও বোর্ড পরিবর্তনের মাধ্যমে আসা শিক্ষার্থীদের ৫ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হবে। বিলম্ব ফি ছাড়া সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে। নির্ধারিত তারিখের পর কোনো অবস্থায়ই কোনো শিক্ষার্থীকে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না।