চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে নির্ধারিত সময়েই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। আজ রোববার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য বেনু কুমার দে ও একাধিক অনুষদের ডিন বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী মঙ্গলবার ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে।

ঘূর্ণিঝড় মোখার কারণে রোববার ও আগামীকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী মঙ্গলবার এ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে।

আজ বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য বেনু কুমার দে প্রথম আলোকে বলেন, এ ইউনিটের ভর্তি পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা চার অনুষদের ডিনের সঙ্গে উপাচার্য শিরীণ আখতার আলোচনা করেছেন। সবাই নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা শুরু করার মতামত দিয়েছেন।

আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, জীববিজ্ঞান, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ  অনুষদ ও ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত এ ইউনিটের পরীক্ষা হবে। এই ইউনিটের পরীক্ষা পরিচালনার সমন্বয়ক হলেন মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন মো. শফিকুল ইসলাম।

জানতে চাইলে শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব মিয়ানমারের দিকে বেশি। চট্টগ্রাম, কক্সবাজারের দিকে খুব একটা প্রভাব দেখা যায়নি। তাই ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়ার পক্ষে সবাই ইতিবাচক মত দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।

এ ইউনিটের ভর্তি পরীক্ষার সহসমন্বয়কের দায়িত্বে থাকা বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নাসিম হাসান প্রথম আলোকে বলেন, নির্ধারিত সময়েই পরীক্ষা হবে। সূচিতে কোনো তারতম্য হবে না।