মেরিন শিক্ষানবিশ কোর্সে ভর্তির সুযোগ

প্রথম আলো ফাইল ছবি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ২০২৫ সালের এক বৎসর মেয়াদি মেরিন শিক্ষানবিশ (ডেক ও ইঞ্জিন) কোর্সে ভর্তির জন্য বাংলাদেশি পুরুষ নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে। আগ্রহীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের শর্ত—

*আবেদনকারীকে কমপক্ষে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
*নির্বাচনী পরীক্ষার সময় প্রয়োজনীয় সব সনদ/মার্কশিটের মূল কপি/অনলাইন কপি প্রদর্শন করতে হবে।
*আবেদনকারীর বয়স এসএসসি/সমমান পরীক্ষার সার্টিফিকেট অনুযায়ী

আরও পড়ুন

৩১/১২/২০২৪ তারিখে ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।
পরীক্ষার সময়সূচি ও স্থান: ২২ ও ২৩ নভেম্বর ২০২৪ (দুপুর ১২টা), ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র, বিআইডব্লিউটিএ, সোনাকান্দা, নারায়ণগঞ্জ।
ফলাফল প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪।
ভর্তির কার্যক্রম: ২৩–৩০ নভেম্বর ২০২৪।

আরও পড়ুন

ভর্তির পদ্ধতি—

ক. আবেদনকারীদের মধ্য থেকে মেধাতালিকার ভিত্তিতে প্রাথমিকভাবে ডেক শাখায় ৩৩০ জন ও ইঞ্জিন শাখায় ১৭০ জন করে মোট ৫০০ প্রার্থীকে নির্বাচিত করা হবে।
খ. নির্বাচিত ৫০০ জনকে বাংলা, ইংরেজি, অঙ্ক ও সাধারণ জ্ঞান বিষয়ে (এসএসসি মানের) ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
গ. প্রতি শাখায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সুস্থতা, চক্ষু, সাঁতার ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

আরও পড়ুন

সুবিধা—

ফ্রি থাকা ও খাওয়ার ব্যবস্থা, ফ্রি প্রশিক্ষণ ও প্রশিক্ষণ উপযোগী এক সেট ইউনিফর্ম প্রদান, অভ্যন্তরীণ জাহাজ, কোস্টাল জাহাজ ও ফিশিং জাহাজে চাকরির সুযোগ।

বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: www.deptcnarayanganj.com

আরও পড়ুন