নটর ডেম কলেজের নামে ভর্তি কোচিং, সর্তক করল কলেজ কর্তৃপক্ষ
দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান নটর ডেম কলেজের নামে রাজধানীর বিভিন্ন এলাকায় ভর্তি কোচিং–বাণিজ্য চলছে। বিষয়টি নজরে আসায় এসব বিজ্ঞাপনে প্রতারিত না হওয়ার আহ্বান জানিয়ে সর্তক করেছে নটর ডেম কলেজ কর্তৃপক্ষ। কলেজের ওয়েবসাইটে এ–সংক্রান্ত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কলেজে ভর্তির জন্য কলেজ কর্তৃপক্ষ বা শিক্ষকদের কোনো ভর্তি কোচিং পরিচালিত হয় না। আর এ কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আলাদাভাবে কোনো কোচিংয়েরও প্রয়োজন হয় না। কিন্তু কলেজ ক্যাম্পাসের বাইরে বিশেষ করে আরামবাগ, ফকিরাপুল, কমলাপুরসহ আশপাশের বিভিন্ন স্থানে নটর ডেম কলেজের নাম ব্যবহার করে কোচিং বাণিজ্যের প্রতারণায় লিপ্ত রয়েছে একাধিক চক্র। নটর ডেম কলেজের কোনো শিক্ষক অথবা সাবেক শিক্ষক ভর্তি কোচিংয়ের সঙ্গে সম্পৃক্ত নন। সম্প্রতি কলেজ ক্যাম্পাসসংলগ্ন আরামবাগ এলাকায় এসবি ভর্তি কোচিং সেন্টারের ব্যানার দেখা গেছে।
এসব ব্যানারে লেখা, “নটর ডেম কলেজের সাবেক শিক্ষক দ্বারা পরিচালিত” কথাটি সর্বৈব মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। শুধু দিগ্বিদিক জ্ঞানশূন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতারণার ফাঁদে ফেলতেই এমন অপকৌশলের আশ্রয় নিচ্ছে কিছু অসাধু চক্র। এসব ভর্তি কোচিংয়ে জড়িত কেউ কখনো এ কলেজে শিক্ষকতায় জড়িত ছিলেন না। তাই, নটর ডেম কলেজের পক্ষ থেকে সবাইকে এমন চটকদার বিজ্ঞাপনের মায়াজালে পড়ে প্রতারিত না হওয়ার আহ্বান জানানো হলো।’