ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটে ১৬টি ভাষা কোর্সে ভর্তি, দেখুন খুঁটিনাটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটে ১৬টি ভাষা কোর্সে শিক্ষার্থী ভর্তি নেবে। আধুনিক ভাষা ইনস্টিটিউট ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১৬টি ভাষা কোর্সে শিক্ষার্থী ভর্তি নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বর্তমান শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৫০০ টাকা, ভূতপূর্ব ও অন্য শিক্ষার্থীদের ক্ষেত্রে ৭০০ টাকা। কোর্সের মেয়াদ ১৫০ ঘণ্টা (১ বছরে সমাপ্য)। আগ্রহী প্রার্থীরা ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

ভাষা কোর্স মধ্য আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, জার্মানি, হিন্দি, ইতালিয়ান, জাপানি, কোরিয়ান, মালয়, ফারসি, রাশিয়ান, স্প্যানিশ, তুর্কি সবার জন্য উন্মুক্ত। ইংরেজি ভাষা কোর্সটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা স্নাতক শিক্ষার্থীদের জন্য। বিদেশি শিক্ষার্থীদের জন্য বাংলা।

আরও পড়ুন

শিক্ষা কার্যক্রমের নাম

এলিমেন্টারি সার্টিফিকেট কোর্স। ইংরেজি ভাষার জন্য প্রিইন্টারমিডিয়েট ও ইন্টারমিডিয়েট সার্টিফিকেট কোর্স। ক্লাসের ব্যাপ্তি: প্রতি ক্লাস ২ ঘণ্টা করে, সপ্তাহে ২/৩ দিন।

ভর্তির যোগ্যতা

  • এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ন্যূনতম দ্বিতীয় বিভাগ/বি গ্রেড/জিপিএ–২.৫ থাকতে হবে।

  • আবেদনপত্র সংগ্রহ (অনলাইন ও অফলাইন): ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি শাখার জনতা ব্যাংক থেকে নগদ টাকার বিনিময়ে ভর্তির আবেদনপত্র সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন

আধুনিক ভাষা ইনস্টিটিউটের নির্ধারিত ওয়েবসাইট এর মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত ফরম অনলাইনে পাওয়া যাবে, যা যথাযথভাবে পূরণ করে ১ কপি ছবি ও নিজ স্বাক্ষরের (৮০×৮০ কেবির নিচে) স্ক্যান কপি আপলোড করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট

আরও পড়ুন