কারিগরি বোর্ডের ২ বছরের এইচএসসিসহ বিভিন্ন কোর্সে ভর্তির সময় বাড়ল
কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২ বছর মেয়াদি এইচএসসি (বিএমটি), এইচএসসিসহ (ভোকেশনাল) চলমান সব কটি ট্রেডের ভর্তির সময় বাড়ানো হয়েছে। ১০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির সময় বাড়ানো হয়েছে। এর আগের সময়সীমা অনুযায়ী ২০ আগস্ট পর্যন্ত ভর্তির সুযোগ ছিল। ভর্তি আবেদন ফি দেওয়ার পদ্ধতিসহ নিয়মাবলি ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে। কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল, ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিসারিজ শিক্ষাক্রমের এবং ২ বছর মেয়াদি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্স শিক্ষাক্রমের ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
ভর্তিবিষয়ক যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে ০১৩২২-৮৩০৩০৮ অথবা ৩০১৩২২-৮৩০৩০৯ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে। এ ছাড়া এই শিক্ষাক্রমগুলোতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।