রাবির ভর্তি পরীক্ষায় আসনপ্রতি প্রার্থী ৪৪ জন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়েছে। আবেদনের শেষ দিন গত মঙ্গলবার পর্যন্ত ৩টি ইউনিটে মোট ৪ হাজার ৩টি আসনের বিপরীতে ১ লাখ ৭৮ হাজার ২৬৮টি আবেদন জমা পড়েছে। এ হিসাবে প্রতিটি আসনের বিপরীতে লড়াই করবেন ৪৪ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।
গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক মো. বাবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
মো. বাবুল ইসলাম জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়েছে। তিন ইউনিট মিলে এ বছর আবেদন করেছেন মোট ১ লাখ ৭৮ হাজার ২৮৬ জন ভর্তি-ইচ্ছুক। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭, ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১ এবং ‘সি’ ইউনিটে ৭১ হাজার ৪১০ জন প্রার্থী চূড়ান্ত আবেদন করেছেন। আগের ঘোষণা অনুযায়ী, তিন ধাপে চূড়ান্ত আবেদন নেওয়া শেষ হয়েছে।
এর আগে গত ২৫ মে থেকে ৯ জুন পর্যন্ত প্রাথমিক আবেদন সম্পন্ন হয়েছে। এতে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। তাঁরা ১৫ জুন দুপুর ১২টা থেকে মোট তিন ধাপে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করেন।
আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ২৬ জুলাই ‘এ’ ইউনিট এবং ২৭ জুলাই ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।