চবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল ৫ দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন
প্রথম আলো ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের সময় আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে। এর ফলে ৮ জুলাই রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া আবেদন ফি জমা দিতে পারবেন ১৫ জুলাই রাত ১২টা পর্যন্ত।
আজ রোববার একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ডিন’স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

১ আসনের বিপরীতে ২৮ শিক্ষার্থী
ভর্তি পরীক্ষার চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে আজ রোববার বেলা দুইটা পর্যন্ত আবেদন করেছেন ১ লাখ ৩৬ হাজার ৫৯৫ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে ৪ হাজার ৯২৬টি। অর্থাৎ এখন পর্যন্ত ১ আসনের বিপরীতে আবেদন করেছেন প্রায় ২৮ শিক্ষার্থী।

কোন ইউনিটে কত আবেদন
‘এ’ ইউনিটে আবেদন করেছেন ৫০ হাজার ২৯৪ শিক্ষার্থী। এ ছাড়া ‘বি’ ইউনিটে ৩৪ হাজার ৪১, ‘সি’ ইউনিটে ৯ হাজার ৯৩৬, ‘ডি’ ইউনিটে ৩৬ হাজার ৪৫৫, ‘বি-১’ উপ-ইউনিটে ২ হাজার ৭৯৩, ‘ডি-১’ উপ-ইউনিটে ৩ হাজার ৭৫ জন ভর্তি-ইচ্ছুক আবেদন করেছেন।


প্রবেশপত্র ডাউনলোডের সময়
প্রতিটি ইউনিটের পরীক্ষার ১৫ দিন আগে থেকে পরীক্ষার শুরু হওয়ার এক ঘণ্টা আগপর্যন্ত শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আগামী মঙ্গলবার ডিন’স কমিটির আরেক সভা হবে। তখন প্রবেশপত্র ডাউনলোডের সময়ের বিষয়টি চূড়ান্ত করা হবে। আজ দুপুরে এ তথ্য জানিয়েছেন ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন।

পরীক্ষার সূচি
১৬ ও ১৭ আগস্ট ‘এ’ ইউনিট, ১৯ আগস্ট ‘সি’ ইউনিট, ২০ ও ২১ আগস্ট ‘বি’ ইউনিট, ২২ ও ২৩ আগস্ট ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৪ আগস্ট সকালে উপ-ইউনিট বি-১ ও একই দিন বিকেলে ডি-১ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন