আর্মি আইবিএতে ভর্তির জন্য আবেদনের সময় বাড়ল
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আর্মি আইবিএ) ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামে ফি ছাড়াই আবেদনের সময় ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
ফি ছাড়াই ঘরে বসে প্রাথমিক ধাপে আবেদনের সুযোগ পাচ্ছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। প্রাথমিক বাছাইপর্বে নির্বাচিত শিক্ষার্থীরা নির্ধারিত পরীক্ষা ফি দিয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুরুতে আসন্ন শিক্ষাবর্ষের প্রাথমিক বাছাইপর্বে পাঁচ হাজার শিক্ষার্থীর আবেদনের সুযোগ রাখা হয়। কিন্তু ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আগ্রহ বিবেচনায় ১৫ জুন পর্যন্ত আরও ৩ হাজার শিক্ষার্থীকে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে।
এ লিংকে গিয়ে ভর্তির জন্য সরাসরি এ আবেদন করা যাবে। চার বছর মেয়াদি এ প্রোগ্রামে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের যেকোনো বিভাগ থেকে এইচএসসি বা সমমান অথবা জিসিই এ লেভেল পাস হতে হবে।
এর আগে আর্মি আইবিএর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এজাজুর রহমান চৌধুরী বলেছিলেন, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা করে এ বছর অনলাইনে আবেদনের সুযোগ বাড়ানো হয়েছে।
প্রথম ধাপে বাছাই করা আবেদনকারীদের মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য বাছাইকৃত শিক্ষার্থীদের পরবর্তী ধাপের বিষয়ে জানিয়ে দেওয়া হবে।