স্নাতক পর্যায়ের দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি দেবে সরকার
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি দেবে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের এ উপবৃত্তি পেতে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
যেভাবে আবেদন করতে হবে
এ উপবৃত্তির জন্য আবেদন করতে প্রার্থীকে এই (http://estipend.pmeat.gov.bd) লিংকে প্রবেশ করে অনলাইনে নিবন্ধন করতে হবে। আবেদনের আগে ব্যবহার নির্দেশিকা পড়ে নেবেন শিক্ষার্থীরা।
আবেদনের সময়সীমা
আজ বুধবার (১৫ মার্চ) থেকে আগামী ৬ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।