ইউল্যাবে দশম ছাত্র সম্মেলন অনুষ্ঠিত

ইউল্যাবে অনুষ্ঠিত ছাত্র সম্মেলন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়ছবি: বিজ্ঞপ্তি

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) সফলভাবে দশম আন্তবিশ্ববিদ্যালয় ছাত্র সম্মেলন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন করেছে। ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিস (ডিইএইচ) কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ইভেন্টটি ১৯ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।

‘ভাষার অস্ত্রায়ন এবং সামাজিক-রাজনৈতিক পরিবর্তন’ থিম কেন্দ্র করে আয়োজিত সম্মেলনে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা প্রদর্শিত হয়।

এবারের আয়োজনে ঢাকাসহ ৬টি জেলার ২৬টি বিশ্ববিদ্যালয় ১৯ ডিসেম্বর একাডেমিক পেপার উপস্থাপন করে, যেখানে তারা সেরা গবেষণাপত্র পুরস্কারের জন্য প্রতিযোগিতা করে। দ্বিতীয় দিন সাতটি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন ট্রফি জয়ের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আফনান বিনতে হেলাল ‘সেরা গবেষণাপত্র’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাফফাতুন জিনান ‘রানারআপ গবেষণাপত্র’ পুরস্কার অর্জন করেন। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাংস্কৃতিক প্রযোজনা ‘ফ্রডস্ অব ট্রান্সলেশন’ সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং ইউল্যাবের ‘ওয়ার্ডস টু লিভ বাই’ নাটক রানারআপ পুরস্কার অর্জন করে।

গত শুক্রবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ ইউল্যাবের দশম আন্তবিশ্ববিদ্যালয় ছাত্র সম্মেলন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এস এম এ ফায়েজ বক্তব্যে বলেন, ‘আমি শিক্ষার্থীদের সাহস ও বুদ্ধিমত্তার জন্য কৃতজ্ঞ। তোমরা তরুণেরা অত্যন্ত সাহসী ও মেধাবী। তোমাদের কারণেই আমরা একটি নতুন দেশের জন্ম দেখেছি।’

এরপর অধ্যাপক ফায়েজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক সামসাদ মর্তূজা, আর্টস অ্যান্ড হিউম্যানিটিস স্কুলের ডিন অধ্যাপক কায়সার হক এবং ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিসের প্রধান আরিফা গণি রহমান। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজয়ীদের সম্মাননা হিসেবে ক্রেস্ট, স্বীকৃতির সনদ এবং অর্থ পুরস্কার প্রদান করা হয়।