ড্যাফোডিল ইউনিভার্সিটির একাদশ সমাবর্তন অনুষ্ঠিত
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো একাদশ সমাবর্তন। আজ সোমবার সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলনকেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সমাবর্তন বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক ফ্রাঙ্কো গান্ডোলিফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আলমগীর ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম লুৎফর রহমান। বিজ্ঞপ্তি
সমাবর্তনে ৬ হাজার ২৮৪ জনকে সনদ প্রদান করা হয়। এ ছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১২ জনকে চ্যান্সেলর, চেয়ারম্যান, উপাচার্যসহ বিভিন্ন ক্যাটাগরিতে ‘স্বর্ণপদক’ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক ও স্মার্ট প্রজন্ম তৈরি করতে হবে। স্মার্ট হতে গেলে গ্লোবাল সিটিজেন হতে হবে। বিদ্বেষপূর্ণ মনোভাব থাকা যাবে না। সহনশীল হতে হবে। পাশাপাশি নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে।
স্বাগত বক্তব্যে মো. সবুর খান বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষাব্যবস্থায় উদ্ভাবনকে অনুঘটক মনে করে। একে আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে নিরলস চেষ্টা চলছে।