ভাষা ও বাংলা ভাষা
১. প্রাণিজগতে একমাত্র কাদের ভাষা আছে?
ক. পাখির খ. পশুর
গ. মানুষের ঘ. সবার
২. ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ ব্যতিক্রম যেদিক থেকে—
i. স্নায়ুতন্ত্র
ii. মস্তিষ্ক
iii. মানুষের অন্যান্য প্রত্যঙ্গ
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. ভাষার মাধ্যমে আমরা যে ধরনের অনুভূতি প্রকাশ করি, তা হলো—
i. হিংসা-বিদ্বেষ
ii. ভালোলাগা-ভালোবাসা
iii. ঘৃণা-ক্ষোভ
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. ভাষাকে দেশ গঠনের কী হিসেবে গ্রহণ করা হয়?
ক. মাধ্যম খ. হাতিয়ার
গ. অঙ্গ ঘ. বাহক
৫. ভাষা কত প্রকার?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
৬. যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই, সেগুলোকে কী বলে?
ক. মৌখিক ভাষা খ. লিখিত ভাষা
গ. ইশারা ভাষা ঘ. সব কটি
৭. কোন ভাষার সীমাবদ্ধতা আছে?
ক. লিখিত ভাষার খ. ইশারা ভাষার
গ. মৌখিক ভাষার ঘ. সব কটির
৮. ভাষার লিখনব্যবস্থা—
i. বর্ণভিত্তিক
ii. অক্ষরভিত্তিক
iii. ভাবাত্মক
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. যে ভাষার বর্ণ রয়েছে, সেগুলো হলো—
i. ইংরেজি
ii. বাংলা
iii. তামিল
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. অক্ষর কী?
ক. বর্ণ খ. ধ্বনি
গ. বাক্য ঘ. কথার টুকরো অংশ
সঠিক উত্তর
ভাষা ও বাংলা ভাষা: ১.গ ২.ঘ ৩.ক ৪.খ ৫.খ ৬.ক ৭.গ ৮.ঘ ৯.ঘ ১০.ঘ
আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন