বাগর্থ
১১. সমার্থক শব্দের অপর নাম কী?
ক. বিকল্প শব্দ
খ. সমশব্দ
গ. সমোচ্চারিত শব্দ
ঘ. প্রতিশব্দ
১২.‘আকাশ’-এর প্রতিশব্দ কোনটি?
ক. পৃথিবী খ. গগন
গ. বিশ্ব ঘ. অবনি
১৩. ‘বসুন্ধরা’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. পর্বত খ. পৃথিবী
গ. মাতা ঘ. সমুদ্র
১৪. শরীরের অঙ্গপ্রত্যঙ্গবিষয়ক সমার্থক কোনটি?
ক. বারি খ. পাদব
গ. অম্বুদ ঘ. কুন্তল
১৫. ‘গাল’ শব্দের প্রতিশব্দ কী?
ক. ভালো খ. কপাল
গ. কপোল ঘ. কালিক
১৬. ‘জল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. নীর খ. জলদ
গ. কিনারা ঘ. বারিদ
১৭. ‘পাহাড়’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. ব্যোম খ. পল্লব
গ. দ্রুম ঘ. ভূধর
১৮. ‘দ্রুম’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. বিহঙ্গ খ. বৃক্ষ
গ. মেঘ ঘ. পাহাড়
১৯. নিচের কোন শব্দ যুগল সমশব্দ?
ক. কুতি, কৃতী খ. সাঁইবাবা, সাধুবাবা
গ. নাক, নাসা ঘ. উদর, জঠর
২০. ‘জলদ’ শব্দের অর্থ কী?
ক. অগ্নি খ. গিরি
গ. প্রস্তর ঘ. মেঘ
সঠিক উত্তর
বাগর্থ: ১১.ঘ ১২.খ ১৩.খ ১৪.ঘ ১৫.গ ১৬.ক ১৭.ঘ ১৮.খ ১৯.ঘ ২০.ঘ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন