বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যার বিষয়ে গঠনমূলক সমালোচনার পাশাপাশি অর্জনগুলোও তুলে ধরা জরুরি বলে মনে করেন বিশ্ববিদ্যালয়গুলোর জনসংযোগ কর্মকর্তারা।
রোববার রাজধানীর একটি হোটেলে প্রথম আলোর উদ্যোগে আয়োজিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তাদের সঙ্গে এক প্রীতিসম্মেলন ও ইফতার অনুষ্ঠানে জনসংযোগ কর্মকর্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে দেশের ৫২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তারা অংশ নেন। তাঁদের মধ্যে কয়েকজন কর্মকর্তা মতামত তুলে ধরেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক জামিল আহমেদ বিতর্ক কার্যক্রমের বিষয়ে প্রথম আলোর সহযোগিতা কামনা করেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তাদের পক্ষ থেকে ওঠা অনুরোধগুলোর বিষয়ে যথাসম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রথম আলো সম্পাদক।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিশেষায়িত বিষয়গুলোর বিষয়ে পৃষ্ঠপোষকতার দাবি জানান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের পরিচালক আনোয়ার হাবিব। তিনি বলেন, এ ক্ষেত্রে প্রথম আলো ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক (জনসংযোগ) আবু সাদাত গণমাধ্যমে সমস্যার পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অর্জনগুলোও তুলে ধরার অনুরোধ জানান।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগের দায়িত্বে) সোহেল আহসান বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর লাইব্রেরিতে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক বইগুলো ছাড়কৃত মূল্যে দেওয়ার অনুরোধ জানান।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, প্রথম আলো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সাফল্যও তুলে ধরে। সামনেও এটি অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘আমরা চাই, বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগটি আরও ঘনিষ্ঠ হোক। আরও কাছাকাছি হোক। ’
এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তাদের পক্ষ থেকে ওঠা অনুরোধগুলোর বিষয়ে যথাসম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রথম আলো সম্পাদক।
প্রথম আলোর বিজ্ঞাপন বিভাগের উপব্যবস্থাপক মনেস অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জনসংযোগ কর্মকর্তাদের পক্ষ থেকে আরও বক্তৃতা করেন কানাডিয়ান ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের পরিচালক মনিরুল ইসলাম, ইস্টার্ন ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের পরিচালক সাজেদ ফাতেমী, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির উপ–রেজিস্ট্রার আলামিন সিকদার, প্রাইম এশিয়ার সহকারী রেজিস্ট্রার নাজরাতুন নাইম, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির জনসংযোগ বিভাগের প্রধান ইকবাল আহসান, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. ওয়াহিদুজ্জামান, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক জাহিদ হাসান প্রমুখ।
অনুষ্ঠানে প্রথম আলোর বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন প্রথম আলোর ব্যবস্থাপক মো. মাসুদ। প্রথম আলোর যুব কার্যক্রমের প্রধান মুনির হাসান বক্তৃতা করেন। এ ছাড়া অনুষ্ঠানে প্রথম আলোর হেড অব কমার্শিয়াল মনোয়ার হোসেন খান, বিজ্ঞাপন বিভাগের উপদেষ্টা রশিদুর রহমান সবুরসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।