বুয়েটে ভর্তি পরীক্ষার প্রাক্-নির্বাচনী ৪ জুন, চূড়ান্ত পর্ব ১৮ জুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাক্-নির্বাচনী পর্ব ৪ জুন ও চূড়ান্ত পর্ব ১৮ জুন অনুষ্ঠিত হবে। আজ বুধবার বুয়েটের শিক্ষা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক মিজানুর রহমান আজ বিকেলে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একাডেমিক কাউন্সিল ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে। প্রাক্-নির্বাচনী ও চূড়ান্ত—উভয় পর্বের পরীক্ষাই বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আগামী এক সপ্তাহের মধ্যে ভর্তি পরীক্ষার বিষয়ে বিস্তারিত তথ্য প্রসপেক্টাস আকারে বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, ৪ জুন ভর্তি পরীক্ষার প্রাক্-নির্বাচনী পর্বে ২০ হাজার শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পাবেন। সেখানে উত্তীর্ণ প্রথম ৬ হাজার জন ১৮ জুন চূড়ান্ত পর্বের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।