এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১২
৩৩. পাকিস্তানে বাংলা ব্যতীত অন্যান্য ভাষা, জাতি ও সংস্কৃতির মানুষ ছিল কত শতাংশ?
ক. ৪৩% খ. ৪৪%
গ. ৪৫% ঘ. ৪৬%
৩৪. ডাকসুর পূর্ণরূপ কী?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ
খ. ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগ্রাম পরিষদ
গ. ঢাকা বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা সংগ্রাম পরিষদ
৩৫. ছাত্র সংগ্রাম পরিষদ গণ–অভ্যুত্থানের ডাক দেয় কীভাবে?
ক. ছাত্র সংগ্রাম পরিষদ গঠনের মাধ্যমে
খ. ১১ দফা দাবির মাধ্যমে
গ. ৬ দফা দাবির মাধ্যমে
ঘ. ৮ দফা দাবির মাধ্যমে
৩৬. ‘ব্যক্তিস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা’ কোন দফার অন্তর্ভুক্ত একটি দাবি?
ক. ১৮ দফার খ. ১১ দফার
গ. ৬ দফার ঘ. ৮ দফার
৩৭. নিচের কোনটি ১১ দফার অন্তর্ভুক্ত ছিল?
ক. ছয় দফা খ. আট দফা
গ. পঁচিশ দফা ঘ. ত্রিশ দফা
৩৮. পাশের ছবিটি ৬ দফা দাবির। এটি
হয়েছিল কবে?
ক. ১৯৬৪ খ. ১৯৬৬
গ. ১৯৬৮ ঘ. ১৯৬৯
সঠিক উত্তর
অধ্যায় ১২: ৩৩. খ ৩৪. ক ৩৫. খ ৩৬. খ
৩৭. ক ৩৮. খ
মিজান চৌধুরী, শিক্ষক
লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা