দশম শ্রেণি - বাংলা ১ম পত্র | সুভা : বহুনির্বাচনি প্রশ্ন

সুভা

৪১. সুভা স্বাচ্ছন্দ্য বোধ করে—

i. প্রকৃতির মাঝে

ii. পোষা প্রাণীদের কাছে

iii. গৃহস্থালি কাজকর্মে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪২. সুভা মুক্তির আনন্দ পায় কার কাছে?

ক. সর্বশী ও পাঙ্গুলি

খ. প্রতাপ

গ. রুদ্র মহাকাশ

ঘ. নির্বাক প্রকৃতি

৪৩. প্রতাপের প্রধান শখ কী ছিল?

ক. ছিপ ফেলে মাছ ধরা

খ. তেঁতুলতলায় বসে থাকা

গ. সুভার সাথে গল্প করা

ঘ. অকর্মণ্য হয়ে বসে থাকা

৪৪. প্রতাপের সাথে কার প্রায়ই সাক্ষাৎ হয়?

ক. সুকেশিনীর খ. সুহাসিনীর

গ. সুবর্ণার ঘ. সুভার

৪৫. ‘কী রে, সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস?’—উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?

ক. আদর খ. সহমর্মিতা

গ. ঘৃণা ঘ. তিরস্কার

৪৬. বাণীকণ্ঠ শোবার ঘরে কী খাচ্ছিল?

ক. পান খ. তামাক

গ. ভাত ঘ. জলখাবার

৪৭. বাণীকণ্ঠের কান্নার কারণ কী ছিল?

ক. গৃহত্যাগের কষ্ট

খ. সুভাকে পাত্রস্থ করা

গ. পিতৃহৃদয়ের কাতরতা

ঘ. সুভার দূরবস্থা কল্পনা

৪৮. ‘আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো’—সুভা কথাটি কাকে বলেছিল?

ক. তার মাকে খ. প্রকৃতিকে

গ. নদীতটকে ঘ. বাল্যসখীকে

৪৯. ‘সুভা দুহাত বাড়িয়ে বলতে চায় ‘তুমি আমাকে যাইতে দিয়ো না, মা’— কোন দিনের ঘটনা?

ক. কলিকাতা যাওয়ার দিন

খ. শুক্লাদ্বাদশীর রাত্রি

গ. পূর্ণিমা রাত্রি

ঘ. বিয়ের দিন

৫০. ‘বিজনমূর্তি’—বলতে কী বোঝায়?

ক. দূরবর্তী স্থান

খ. গভীর অরণ্য

গ. নির্জন অবস্থা

ঘ. থমথমে ভাব

সঠিক উত্তর

সুভা: ৪১.ক ৪২.ঘ ৪৩.ক ৪৪.ঘ ৪৫.ক ৪৬.খ ৪৭.গ ৪৮.গ ৪৯.খ ৫০.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন