এসএসসি ২০২২ - পদার্থবিজ্ঞান | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

৩১. গোলীয় আয়নায় সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল জানতেন কোন বিজ্ঞানী?

ক. ইরাতোস্থিনিস

খ. টলেমি

গ. আর্কিমিডিস

ঘ. ইবনে আল হাইয়াম

৩২. ‘তাপ এক ধরেনর শক্তি’—এটি কার আবিষ্কার?

ক. কাউন্ট রামফোর্ড

খ. কেলভিন

গ. নিউটন

ঘ. গ্যালিলিও

৩৩. বিদ্যুৎপ্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায়—এটি কে আবিষ্কার করেন?

ক. নিউটন খ. রামফোর্ড

গ. ভোল্টা ঘ. অরস্টেড

৩৪. আলোর তরঙ্গ ধর্ম কে প্রমাণ করেন?

ক. ম্যাক্সওয়েল খ. ইয়ং

গ. নিউটন ঘ. অরস্টেড

৩৫. প্রতিপদার্থের অস্তিত্ব ঘোষণা করেন কোন বিজ্ঞানী?

ক. আইনস্টাইন খ. ডিরাক

গ. নিউটন ঘ. বেকেরেল

৩৬. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি?

ক. জুল খ. ডিগ্রি সেলসিয়াস

গ. ফারেনহাইট ঘ. কেলভিন

৩৭. মূল স্কেলের কোনো দাগ ভার্নিয়ার স্কেলের দাগের সঙ্গে মিলে গেলে তাকে কী বলে?

ক. ভার্নিয়ার সমপাতন

খ. ভার্নিয়ার স্কেল পাঠ

গ. ভার্নিয়ার ধ্রুবক

ঘ. প্রধান স্কেল পাঠ

৩৮. ভার্নিয়ার স্কেলের 50 ঘর প্রধান স্কেলের 49 ঘরের সমান। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘর যদি 1 mm এর সমান হয়, তবে ভার্নিয়ার ধ্রুবক কত?

ক.0.001 cm খ. 0.002 cm

গ. 0.02 cm ঘ. 0.2 cm

৩৯. মূল স্কেলের পাঠ 15 mm, ভার্নিয়ার ধ্রুবক 0.1 m, ভার্নিয়ার পাঠ 4 হলে মোট পাঠ কত?

ক. 1.54 mm খ. 0.154 mm

গ. 15.4 mm ঘ. 154 mm

৪০. নিচের কোনটি যৌগিক রাশি?

ক. ক্ষমতা খ. তাপমাত্রা

গ. তড়িৎপ্রবাহ ঘ. দীপন তীব্রতা

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.গ ৩২.ক ৩৩.ঘ ৩৪.খ ৩৫.খ ৩৬.ঘ ৩৭.ক ৩৮.খ ৩৯.গ ৪০.ক
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন