এসএসসি ২০২২ - জীববিজ্ঞান | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

১. জীবের প্রথম পূর্ণ শ্রেণিবিন্যাস কে করেন?

ক. টমাস কেভলিয়ার

খ. লর্ড কেলভিন

গ. ক্যারোলাস লিনিয়াস

ঘ. আইজ্যাক নিউটন

২. জীবের শ্রেণিবিন্যাস এবং তার রীতিনীতিগুলো নিয়ে কোন শাখায় আলোচনা করা হয়?

ক. এন্টোনোলজি

খ. ট্যাক্সোনমি

গ. মাইকোলজি

ঘ. এন্ডোক্রাইনোলজি

৩. ব্যাকটেরিয়া কোন রাজ্যের প্রাণী?

ক. মনেরা খ. প্রোটিস্টা

গ. ফানজাই ঘ. প্লানটি

৪. মনেরা রাজ্যের প্রাণীর কোষ বিভাজন কোন প্রক্রিয়ায় হয়ে থাকে?

ক. বিভাজন খ. দ্বিবিভাজন

গ. সংশ্লেষণ ঘ. সংযোজন

৫. কোন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে?

ক. ক্রোমাটিন খ. কাইটিন

গ. ক্রোমোজোম ঘ. ফানজাই

৬. ফানজাইয়ে নিচের কোনটি নেই?

ক. ক্লোরোপ্লাস্ট খ. কাইটিন

গ. মনেরা ঘ. ক্রোমোজোম

৭. নিচের কোনটির দেহে উন্নত টিস্যুতন্ত্র রয়েছে?

ক. মনেরা খ. প্রোটিস্টা

গ. ফানজাই ঘ. প্লানটি

৮. একটি জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যাসে আন্তর্জাতিক কোড চিহ্নিতের কয়টি ধাপ রয়েছে?

ক. দুই খ. চার

গ. পাঁচ ঘ. সাত

৯. জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলি নিয়ে আলোচনা হয় কোথায়?

ক. ট্যাক্সোনমি খ. হিস্টোলজি

গ. জেনেটিক্স ঘ. ইকোলজি

১০. ‘ইকোলজি’র সঙ্গে নিচের কোনটির সম্পর্ক আছে?

ক. জীব

খ. প্রাকৃতিক পরিবেশ ও জীব

গ. জীব ও জড়

ঘ. জড় ও প্রকৃতি

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.গ ২.ক ৩.ক ৪.খ ৫.ক ৬.ক ৭.ঘ ৮.ঘ ৯.খ ১০.খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল ও কলেজ, ঢাকা

পূর্ববর্তী দিনের পড়া