পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
এইচএসসি ২০২২ - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র । অধ্যায় ১০ : বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১০
৩১. নিচের কোনটি ব্যবস্থাপনার দর্পণ হিসেবে বিবেচনা করা হয়?
ক. নিয়ন্ত্রণ খ. কর্মিসংস্থান
গ. সংগঠন ঘ. পরিকল্পনা
৩২. ‘Controal must be Flexible’—উক্তিটি কে করেছেন?
ক. হেনরি ফেয়ল খ. শুক্লা
গ. নিউম্যান ঘ. রবার্ট ওয়েন
৩৩. পরিচালকমণ্ডলীর বছরের শেষ সভায় প্রয়োজনীয় নিয়ন্ত্রণব্যবস্থা আরোপে নিচের কোনটি উত্তম নিয়ন্ত্রণপদ্ধতি?
ক. পার্ট
খ. গ্যান্ট চার্ট
গ. আর্থিক বিবরণী বিশ্লেষণ
ঘ. বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ
৩৪. কোন নিয়ন্ত্রণ কৌশলের ক্ষেত্রে কাজের বিভিন্ন অংশের শুরু ও শেষ সময় মোটা দাগের দ্বারা চিহ্নিত করা হয়?
ক. পার্ট খ. গ্যান্ট চার্ট
গ. বাজেট ঘ. ব্রেক ইভেন বিন্দু
৩৫. বিভিন্ন দল যখন একত্রে চলে, তখন ব্যবস্থাপনার কোন কাজের অভাবে তাতে ছন্দপতন ঘটে?
ক. পরিকল্পনা খ. নির্দেশনা
গ. সমন্বয় ঘ. নিয়ন্ত্রণ
৩৬. নিচের কোনটি সমন্বয় অর্জনে বাধার সৃষ্টি করে?
ক. দক্ষতা খ. ধারাবাহিকতা
গ. দলগত প্রচেষ্টা ঘ. দ্বৈত অধীনতা
৩৭. একটা প্রতিষ্ঠানের জন্য সমন্বয় অপরিহার্য, কারণ—
i. কাজে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা
ii. নির্বাহীদের কাজের ভার লাঘব করা
iii. দলীয় প্রচেষ্টা জোরদার করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮. ব্যবস্থাপনা প্রক্রিয়ার নিয়ন্ত্রণের পূর্ববর্তী কাজকে কী বলে?
ক. সংগঠন খ. সমন্বয়
গ. প্রেষণা ঘ. নির্দেশনা
৩৯. ব্যবস্থাপনায় সমন্বয়ের কাজ কখন করতে হয়?
ক. কর্মীদের উৎসাহিত করার পর
খ. পরিকল্পনার বাস্তবায়ন কাল শেষে
গ. পরিকল্পনা অনুযায়ী কাজের শুরুতে
ঘ. পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সব পর্যায়ে
সঠিক উত্তর
অধ্যায় ১০: ৩১.ঘ ৩২.খ ৩৩.গ ৩৪.ক ৩৫.গ ৩৬.ঘ ৩৭.খ ৩৮.খ ৩৯.ঘ
মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন