অধ্যায় ২
১১. সমাপনী দাখিলা দ্বারা কোন জাতীয় হিসাব লিপিবদ্ধ করা হয়?
ক. আয়বাচক
খ. দায়সংক্রান্ত
গ. মূলধনজাতীয়
ঘ. নামিক হিসাব
১২.আর্থিক বিবরণী প্রস্তুত করা হিসাব চক্রের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর পূর্ববর্তী ধাপে কোন বিষয়টি প্রস্তুত করতে হয়?
ক. লেনদেন শনাক্তকরণ
খ. রেওয়ামিল প্রস্তুতকরণ
গ. কার্যপত্র প্রস্তুত
ঘ. সমন্বয় দাখিলা প্রদান
১৩. কমিশন পাওয়া গেল ৮,০০০ টাকা। এর দাখিলা হবে নগদান হিসাব—ডেবিট, কমিশন আয় হিসাব—ক্রেডিট। তুমি হিসাব চক্রের কোন ধাপে লেনদেনের এ বিশ্লেষণকার্য করবে?
ক. ২য় ধাপে খ.৩য় ধাপে
গ. ৪র্থ ধাপে ঘ. ৫ম ধাপে
১৪. কারবারের অবশিষ্ট সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের জের নিয়ে পরবর্তী হিসাববছর শুরু করা হয়। এর জন্য কোন হিসাব ধাপটি প্রস্তুত করা আবশ্যক?
ক. সমন্বয় সাধন
খ. কার্যপত্র প্রস্তুত
গ. সমাপনী দাখিলা
ঘ. সমাপনী–উত্তর রেওয়ামিল
১৫. বছরান্তে মুনাফা জাতীয় ব্যয় হিসাব বন্ধকরণে হিসাব চক্রের কোন ধাপ প্রয়োগ করা হয়?
ক. সমন্বয় দাখিলার ধাপ
খ. কার্যপত্র প্রস্তুতের ধাপ
গ. সমাপনী দাখিলার ধাপ
ঘ. প্রারম্ভিক জাবেদার ধাপ
১৬. হিসাব চক্রের পঞ্চম ধাপে সম্পন্ন করা হয়—
i. ভুল সংশোধনী কাজ
ii. সমন্বয় দাখিলা প্রদান কাজ
iii. আর্থিক বিবরণী প্রস্তুতের কাজ
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii
গ. i ও ii ঘ. ii ও iii
১৭. ‘Accounting Cycle’ শব্দের ‘Cycle’ দ্বারা কোনটিকে ইঙ্গিত করা হয়?
ক. লেনদেন খতিয়ানে স্থানান্তরকরণ
খ. হিসাবের শুদ্ধতা যাচাই
গ. বিশেষ প্রক্রিয়ার পুনরাবৃত্তি
ঘ. হিসাবকালে লেনদেন লিপিবদ্ধকরণ
১৮. হিসাব পদ্ধতিসমূহের ধারাবাহিক কার্যক্রমকে হিসাব চক্র বলে। হিসাব চক্রের এ ধারাবাহিক কার্যক্রমটি শুরু হয়—
ক. ক্রয় বই তৈরির মাধ্যমে
খ. জাবেদাভুক্তকরণ থেকে
গ. খতিয়ান উদ্ধৃত্ত নির্ণয় শেষে
ঘ. আর্থিক বিবরণী প্রস্তুতের সময়
১৯. হিসাব চক্রের প্রথম কাজটি কিসের মাধ্যমে শুরু হয়?
ক. নামিক হিসাবের তালিকা প্রণয়নের মাধ্যমে
খ. ভুল–সংশোধনী জাবেদা দাখিল প্রদানের মাধ্যমে
গ. লাভ–লাকসান হিসাব উপস্থাপনের মাধ্যমে
ঘ. লেনদেন চিহ্নিত ও পরিমাপকরণের মাধ্যমে
২০. কোনটির মাধ্যমে হিসাববিজ্ঞানের কার্যাবলির অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়?
ক. হিসাবরক্ষণ খ. হিসাব চক্র
গ. চূড়ান্ত হিসাব ঘ. রেওয়ামিল
সঠিক উত্তর
অধ্যায় ২: ১১.ঘ ১২.গ ১৩.ক ১৪.ঘ ১৫.গ ১৬.গ ১৭.গ ১৮.খ ১৯.ঘ ২০.খ
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন