অধ্যায় ২
১১১. জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয় কেন?
ক. লেনদেনের ব্যাখ্যা জাবেদায় থাকার কারণে
খ. লেনদেনের হিসাব প্রথমে জাবেদায় লেখা হয় বলে
গ. জাবেদাকে তারিখের ক্রমানুসারে সাজানো হয় বলে
ঘ. জাবেদায় লেনদেন অর্থের পরিমাণ উল্লেখ থাকে বলে
১১২. হিসাব প্রক্রিয়ায় জাবেদার কাজ হলো লেনদেনের—
ক. প্রাথমিক হিসাব লিখন
খ. শ্রেণিবিন্যাসকরণ
গ. সংক্ষিপ্তকরণ
ঘ. চূড়ান্ত চলাফল নির্ণয়
১১৩. লেনদেনের ব্যাখ্যা প্রদানের হিসাব কোনটি?
ক. চালান
খ. ক্রয় বই
গ. জাবেদা
ঘ. খতিয়ান
১১৪. নিচের ছকের তথ্যাবলি কোন হিসাব খাতের নির্দেশক?
ক. জাবেদা বই
খ. ক্রয় বাট্টার বই
গ. রেওয়ামিল প্রস্তুতকরণ
ঘ. চূড়ান্ত বিবরণী তৈরি
১১৫. জাবেদাকে কোনটির সহকারী বই বলা হয়?
ক. ক্রয় বইয়ের খ. বিক্রয় বইয়ের
গ. রেওয়ামিলের ঘ. খতিয়ানের
১১৬. জাবেদার প্রধান উদ্দেশ্য কী?
ক. রেওয়ামিলের নির্ভুল হিসাব রাখা
খ. প্রাথমিক বইতে নির্ভুল ও পরিচ্ছন্নভাবে হিসাব তোলার কাজে সহায়তা করা
গ. ক্রয় বইয়ে নির্ভুল হিসাবকাজে সহায়তা করা
ঘ. চূড়ান্ত হিসাব প্রস্তুতে সহায়তা করা
১১৭. প্রারম্ভিক মজুতের জন্য কোন জাবেদা দাখিল দেওয়া হয়?
ক. সমন্বয় জাবেদা
খ. বিপরীত দাখিলা
গ. প্রারম্ভিক জাবেদা
ঘ. সমাপনী জাবেদা
১১৮. কোন বইয়ের মাধ্যমে প্রতিটি লেনদেনের উৎপত্তির কারণ জানা যায়?
ক. খতিয়ান খ. ক্রয় বই
গ. রেওয়ামিল ঘ. জাবেদা
১১৯. লেনদেন প্রথম কোন বইতে লিপিবদ্ধ করা হয়?
ক. রেওয়ামিলে খ. জাবেদায়
গ. খতিয়ানে ঘ. নগদান বইতে
১২০. জাবেদাকে পরে কোথায় স্থানান্তর করা হয়?
ক. রেওয়ামিলে
খ. আর্থিক অবস্থার বিবরণীতে
গ. খতিয়ানে
ঘ. লাভ–লোকসান হিসাবে
সঠিক উত্তর
অধ্যায় ২: ১১১.খ ১১২.ক ১১৩.গ ১১৪.ক ১১৫.ঘ ১১৬.খ ১১৭.গ ১১৮.ঘ ১১৯.খ ১২০.গ
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন