অষ্টম শ্রেণি - বাংলা | পাছে লোকে কিছু বলে : বহুনির্বাচনি প্রশ্ন

পাছে লোকে কিছু বলে

১১. কবি আড়ালে আড়ালে কী করেন?

ক. ঢাকেন খ. কাঁদেন

গ. চিন্তা করেন ঘ. থাকেন

১২. কবি নীরবে কী ঢাকেন?

ক. মুখ খ. চোখ

গ. আপনা ঘ. সংকল্প

১৩. সদা সংশয়ে সংকল্প কী হয়?

ক. টলে খ. কাঁদে

গ. জলে ঘ. মেলে

১৪. সম্মুখে কী নাহি চলে?

ক. সংকল্প খ. সংশয়

গ. চরণ ঘ. নয়ন

১৫. হৃদয়ে কিসের মতো শুভ্র চিন্তা ওঠে?

ক. ফেনার খ. বুদ্বুদের

গ. অশ্রুর ঘ. স্নেহের

১৬. কবি হৃদয়ে বুদ্বুদের মতো ওঠা চিন্তা কোথায় মিশে যায়?

ক. নয়নের জলে খ. মিলিত দলে

গ. হৃদয়ের তলে ঘ. উপেক্ষার ছলে

১৭. নয়নের জল কী রূপ?

ক. শুষ্ক খ. নির্মল

গ. মহৎ ঘ. ম্রিয়মাণ

১৮. ভীতির কবলে শক্তি মরে কেন?

ক. উচ্ছ্বল বলে খ. শুভ্র বলে

গ. সদা ভয় বলে ঘ. ম্রিয়মাণ বলে

১৯. বিধাতা কী দিয়েছেন?

ক. শক্তি খ. ভয়

গ. প্রাণ ঘ. চিন্তা

২০. সম্মুখে চরণ কেন চলে না?

ক. নির্মল অশ্রুতে চোখ ভাসে বলে

খ. নীরবে নিজেকে ঢেকে রাখায়

গ. স্নেহের কথায় ব্যথা দূর হওয়ায়

ঘ. প্রাণ কাঁদে বলে

সঠিক উত্তর

পাছে লোকে কিছু বলে: ১১.ঘ ১২.গ ১৩.ক ১৪.গ ১৫.খ ১৬.গ ১৭.খ ১৮.গ ১৯.ঘ ২০.খ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন