ভাষা
২১. বাংলা ভাষার কোন রীতি বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের অনুপযোগী?
ক. সাধু রীতি
খ. আঞ্চলিক রীতি
গ. চলিত রীতি
ঘ. কথ্য রীতি
২২. সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
ক. তৎসম খ. দেশি
গ. বিদেশি ঘ. তদ্ভব
২৩. ভাষার লৈখিক রূপের কয়টি আলাদা রীতি রয়েছে?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
২৪. কোনটি চলিত রীতির বৈশিষ্ট্য নয়?
ক. চটুল খ. দুর্বোধ্য
গ. সরল ঘ. সাবলীল
২৫. কোনটি সাধু ভাষারীতির বিশেষ্য পদ?
ক. দাঁত খ. পাখি
গ. চাঁদ ঘ. ব্যাঘ্র
২৬. ‘শ্রবণ করিলাম’–এর চলিত রূপ কোনটি?
ক. শ্রবণ করলাম খ. শুনিলাম
গ. শুনলাম ঘ. শ্রবণিলাম
২৭. ভাষা স্থির হয়ে গেলে তা কিসে পরিণত হয়?
ক. মৃত ভাষায় খ. জীবন্ত ভাষায়
গ. চটুল ভাষায় ঘ. স্বাভাবিক ভাষায়
২৮. চীন দেশের অধিকাংশ মানুষের ভাষা কোনটি?
ক. ইংরেজি
খ. ম্যান্ডারিন
গ. চাংমা
ঘ. আচিক
২৯. মানুষের নানা বুদ্ধি বা ভাব ব্যাপক পরিসরে কোনটির সাহায্যে প্রকাশ করা যায়?
ক. মুখের ধ্বনি খ. ইশারা
গ. অঙ্গভঙ্গি ঘ. ছবি ও নাচ
৩০. নিচের কোনটি চলিত রীতির সর্বনাম পদ?
ক. কেহ খ. তার
গ. যাহা ঘ. এই
সঠিক উত্তর
ভাষা: ২১.ক ২২.ক ২৩.ক ২৪.খ ২৫.ঘ ২৬.গ ২৭.ক ২৮.খ ২৯.ক ৩০.খ
শরীফুল ইসলাম শরীফ, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন
অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের প্রকাশিত পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন